পীযুষ বাউলিয়া পিন্টু মুন্সীগঞ্জ(শ্যামনগর) প্রতিনিধি:
দাকোপ উপজেলার সুতারখালী ইউনিয়ন থেকে উদ্যোমী ও স্থানীয় উদ্যোক্তাদের নিয়ে লন্ডনের ল্যাংকাস্টার ইউনিভার্সিটি এর অর্থায়নে উন্নয়ন সংস্থা সুশীলন এর আয়োজনে উদ্যোক্তা তৈরীতে যুব সমাজ স্থানীয়দের মতামত সভা অনুষ্ঠিত হয়েছে।
৩১ মে ২০২৩ তারিখ সকাল ১০ টায় কামারখোলা ইউনিয়ন পরিষদ হল রুমে
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পঞ্চানন কুমার মন্ডল। সভাপতিত্ব করেন ইউপি সদস্য লুৎফর রহমান গাজী। অনুষ্ঠান সঞ্চালনা করেন সুশীলন এর মাঠ গবেষক/কমিউনিটি অর্গানাইজার সুব্রত কুমার গাইন। আরও উপস্থিত ছিলেন সুতারখালী ইউনিয়নের লিভিং ডেল্টা হাব প্রকল্পের সদস্যবৃন্দ, স্থানীয় উদ্যোক্তা ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি পঞ্চানন কুমার মন্ডল বলেন বর্তমান সময়ে উদ্যোক্তা হওয়ার কোন বিকল্প নেই। লেখাপড়া করে চাকরির জন্য বসে নাথেকে উদ্যোক্তা হয়ে এগিয়ে যাওয়ার জন্য সকলে কে এগিয়ে আসতে বলেন। সরকারের স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়ন করতে হলে যুব সমাজকে এগিয়ে আসতে হবে।
সুশীলন এর উপ-পরিচালক সচ্চিদানন্দ বিশ্বাস এর দায়িত্বে দাকোপ উপজেলার সুতারখালী ইউনিয়নে লন্ডন এর ল্যাংকাস্টার ইউনিভার্সিটি থেকে লিভিং ডেল্টা হাব প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। এখানকার মানুয়ের দৈনন্দিন জীবনযাপন আয়ব্যয় সহ সার্বিক বিষয়ে ডায়েরী রিদম লেখার মাধ্যমে গবেষনা প্রকল্প বাস্তবায়ন করছে।
Leave a Reply