উৎপল মণ্ডল,শ্যামনগর প্রতিনিধিঃ
পরম পূজনীয় সর্বজন শ্রদ্ধেয় দীনতার প্রতি মূর্তি গৌড়ীয় তিলক নৃত্যধামত গুরুদেব শ্রী শ্রী রতিকান্ত প্রভুপাদের ১ম বাৎসরিক বিরহ মহোৎসব উপলক্ষ্যে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের সাধু পাড়ায় শিষ্যদের উদ্যোগে ৫ দিন ব্যাপি অনুষ্ঠান অনুষ্ঠিত।
শ্রী শ্রী রতিকান্তদেব গুরু আশ্রম, শ্রীশ্রী রাধা মদন গোপাল মন্দির প্রাঙ্গনে ২৬শে মে থেকে ৩০শে মে ৫ দিনব্যাপী অনুষ্ঠান সূচিতে ছিল- ভগবত আলোচনা, ১৬ প্রহারব্যাপী হরিনাম মহাযজ্ঞ, গীতা প্রতিযোগিতা ৬৪ মহন্তের ভোগ মহোৎসব, বিরহ মহোৎসব ও বৈষ্ণব সম্মেলন। অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, ভারতের নদীয়া থেকে আগত বৃন্দা দেবী দাসী, শ্রী তরুণ কৃষ্ণ শাস্ত্রী, শ্রী অরূপ কৃষ্ণ দাস ঢাকা, শ্রী গোপাল কৃষ্ণ ঘোষ, শ্রী বিল্লমঙ্গল, বিএল কলেজের সহকারি অধ্যাপক পবিত্র কৃষ্ণ দাস প্রমুখ।
সার্বিক অনুষ্ঠান পরিচালনা করেন শ্রী শ্রী রতিকান্ত প্রভুর পুত্রদ্বয় শ্রীমান জগন্নাথ দাশ অধিকারী , শ্রীমান হরিপ্রশাদ দাশ অধিকারী, শ্রীমান দামুদার দাশ অধিকারী।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক সাঈদ- উজ-জামান সাঈদ, বাংলাদেশ হিন্দু পরিষদ শ্যামনগর উপজেলা শাখা আহবায়ক অনাথ মন্ডল, যুগ্ম- আহবায়ক পীযূষ বাউলিয়া পিন্টু, সদস্য সচিব উৎপল মন্ডল সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত হাজার হাজার ভক্তবৃন্দ।
সম্পাদকঃ এম এ হালিম, মোবাইল: ০১৯১১-৪৫১৬৯৭,০১৭৮১১৫৮৯২৯ , Email- halim.nildumur@gmail.com.