শ্যামনগর মুন্সীগঞ্জ আইটপাড়া স্কুল মাঠে (৩০ মে ২৩) মঙ্গলবার বিকেল চারটায় নারী চিংড়ি শ্রমিক দলের আয়োজনে, বে- সরকারি উন্নয়ন সংস্থা লির্ডাস এর সহযোগিতায় ও অক্মফাম এর অর্থায়নে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ন্যায্য মজুরি চাই পথ নাটক অনুষ্ঠিত হয়েছে।
পথ নাটক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানুষের জন্য ফাউন্ডেশন এর,নির্বাহী পরিচালক
বনশ্রী মিত্র নিয়োগী, লিডার্স, এর নির্বাহী
পরিচালক,মোহন কুমার মন্ডল,
বুড়িগোয়ালিনী ফরেস্ট ম্যাধমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আয়ুব আলী, এছাড়া আরো উপস্থিত ছিলেন লির্ডাসের
মোঃ আলিম আল রাজী, রায়হান কবির, কৌশিক রায়, আব্দুল্লাহ আল ফারুক, অসিত মন্ডল, দেবব্রত কুমার গাইন; সম্পা দাস, সাধনা রানি বদ্ধ, শিরনা খাতুন,শিরিন সিমা,
উপকূলীয় প্রেসক্লাবের সভাপতি আব্দুল হালিম প্রমুখ।
পথ নাটক অনুষ্ঠানটি স্থানীয়দের সচেতনতা বৃদ্ধির লক্ষে এবং নারী শ্রমিকদের ন্যায্য শ্রম পেতে এ নাটক অনুষ্ঠিত হয়েছে।