শ্যামনগর প্রতিনিধিঃ
শ্যামনগর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে দুর্নীতি দমন কমিশনের উদ্যোগে নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে মঙ্গলবার দুর্নীতি প্রতিরোধ বিষয়ক র্যালী, মানববন্ধন, রচনা ও বিতর্ক প্রতিযোগিতা এবং আলোচনাসভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন।
গণসচেতনতা সৃষ্টি ও সততা চর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের শিক্ষার্থীদের অংশ গ্রহণে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা মাস্টার নজরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণানন্দ মুখ্যার্জীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ওসিসি প্রোগ্রাম অফিসার প্রনব কুমার বিশ^াস, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শাহানা হামিদ, কমিটির সদস্য সহকারী অধ্যাপক মানবেন্দ্র দেবনাথ, কমিটির সদস্য সিনিয়র শিক্ষক রনজিৎ কুমার বর্মন, কাঁঠালবাড়ীয়া এজি স্কুলের প্রধান শিক্ষক মোঃ আজহারুল ইসলাম প্রমুখ।
বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ৭টি স্কুলের মধ্যে ফাইনালে নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও কাঁঠালবাড়ীয়া এজি মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে প্রতিযোগিতা শেষে বিজয়ী হয় কাঁঠালবাড়ীয়া এজি মাধ্যমিক বিদ্যালয়।
সম্পাদকঃ এম এ হালিম, মোবাইল: ০১৯১১-৪৫১৬৯৭,০১৭৮১১৫৮৯২৯ , Email- halim.nildumur@gmail.com.