শুক্রবার বিকেল পাঁচটায় সুন্দরবনের আগ্রোকনা চড়কগাছি খাল এলাকায় সাতক্ষীরা স্মার্ট টিম -০২ ও দোবেকী টহল ফাঁড়ীর সঙ্গীয় স্টাফ সহ টহল করা কালে আট জেলে ও মাছ ধরা সরমজামাদী আটক করা হয়।
দোবেকী টহলফাঁড়ীর ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে জেলেদের আটক বিষয় জানতে চাইলে তিনি বলেন আসামিরা পাশের সত্য ভঙ্গ করিয়া নিষিদ্ধ এলাকায় প্রবেশ করায় আসামিদের হাতেনাতা আটক করি। আটক কৃত জেলেরা শ্যামনগর উপজেলা পারশেখালী গ্রামের।
আটকৃত আসামী ও মালামাল উদ্ধার করে পরিমাপ করতে জব্দ করি। আসামিদের নৌকা সহ দোবেকী টহলফাঁড়ীতে নিয়ে আশার পরে,
শনিবার সন্ধ্যায় বুড়িগোয়ালিনী স্টেশনে তাদের কে নিয়ে আসার পরে নিজেদের দোষ শিকার করিয়া মামলাটি বিভাগীয় ভাবে নিষ্পত্তি করার জন্য আবেদনের প্রেক্ষিতে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে রেঞ্জ কর্মকর্তা সাতক্ষীরায় আবেদন করেন।
রেঞ্জ কর্মকর্তা দপ্তরে আবদনের পরে শনিবার রাত ৯টায় সি ওআর মামলা করার নির্দেশ প্রদান করে। ১৯২৭ সনে (যাহা ২০০০সনে সংশোধিত ) বন আইনের ৬৮ ধারা মোতাবেক অত্র সি ও আর বন মামলাটি দাখিল করা হয়েছে।
যার মামলা সি ও আর বিজি নং ১৯ দোবেকি অব সাত ২০২২/২০২৩।
আটক কৃত জেলেদের এক লাখ ত্রিশ হাজার টাকা ক্ষতি পুরুণ বাবদ সিওআর মামলায় মুক্তি দিয়েছে বলে জানান বন বিভাগ।
Leave a Reply