শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধিঃ
বে-সরকারি উন্নয়ন সংস্থা সিসিডিবি- এনগেজ প্রকল্পের আয়োজনে শ্যামনগরের ঝুঁকিপূর্ণ পরিবারের সদস্যদের বাড়িতে কৃষি ব্যবস্থা সম্প্রসারণে মুন্সিগঞ্জ ও বুড়িগোয়ালিনী ইউনিয়েনের ২০ জন উপকারভোগীকে ২ দিন ব্যাপী জলবায়ু সহনশীল কৃষি প্রশিক্ষণের আয়োজন করে।
মঙ্গলবার (২৩ মে) সকাল দশটায় উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের হলরুমে শুরু হওয়া প্রশিক্ষণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আক্তার হোসেন, বিশেষ অতিথি ও প্রধান প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. নাজমুল হুদা।
আজ বুধবার (২৪ মে) উক্ত প্রশিক্ষণের সমাপনী দিনে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. নাজমুল হুদা, প্রশিক্ষক হিসাবে ছিলেন উপজেলা সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা গাজী আব্দুস সালাম, উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ আলী হাসান। আরও উপস্থিত ছিলেন প্রকল্পের প্রোগ্রাম অফিসার নীলিমা রানী সহ সকল কর্মকর্তাবৃন্দ।
প্রশিক্ষণে বাড়িতে প্রতি ইঞ্চি জায়গা যেন চাষের আওতায় আসে এবং জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাইয়ে সহনশীল কৃষি ব্যবস্থা গড়ে তুলতে পারে সে বিষয়ে আলোচনা করা হয়।
সম্পাদকঃ এম এ হালিম, মোবাইল: ০১৯১১-৪৫১৬৯৭,০১৭৮১১৫৮৯২৯ , Email- halim.nildumur@gmail.com.