প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৪, ২০২৪, ৬:০০ এ.এম || প্রকাশের তারিখঃ মে ২৪, ২০২৩, ৩:০৫ পি.এম
শ্যামনগরে সিসিডিবির কমিউনিটির ঝুঁকি মূল্যায়নের তথ্য বৈধকরণ কর্মশালা অনুষ্ঠিত
শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদে সিসিডিবি স্টেপ অ্যান্ড বিল্ড-ইন প্রকল্পের (বাংলাদেশের দুর্যোগ ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য প্রস্তুতি শক্তিশালী করন এবং অবকাঠামো নির্মাণ প্রকল্প) অধীনে বুধবার( ২৪ মে ) সকাল ১১ টায় "কমিউনিটির ঝুঁকি মূল্যায়নের তথ্য বৈধকরণ কর্মশালা" অনুষ্ঠানে বুড়িগোয়ালিনী ইউনিয়নের ৫,৬ ও ৯ নং ওয়ার্ডের কমিউনিটি ঝুকি নিরূপণ এর ফলাফল উপস্থাপন করা হয়। বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান, জি,এম আব্দুর রউফ এর সভাপতিত্বে
উপস্থিত ছিলেন সাংবাদিক, ডব্লিউডিএমসি এর মেম্বারগণ, শিক্ষক ও সুশীল সমাজের নৃত্রীবৃন্দ, ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য গণ। সভার সভাপতি, জি এম আব্দুর রউফ বলেন সিসিডিবি যে প্রক্রিয়ায় তথ্য উপাত্ত সংগ্রহ করেছে তা খুবই ফলপ্রসু হবে, এবং আমরা ইউনিয়ন পরিষদের সবাই এই উপস্থাপিত তথ্য উপাত্তর সঙ্গে একমত পোষণ করছি।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বে-সরকারি উন্নয়ন সংস্থা সিসিডিবি এর ম্যানেজার সুজন চন্দ্র বিশ্বাস, আবুল হাশেম মিয়া, সরস্বতী সরকার; তন্ময় ঘোষ প্রমুখ।
উক্ত ঝুঁকি নিরূপণের তথ্য উপাত্ত উপস্থাপন করেন সিসিডিবি সংস্থার প্রকল্প ব্যবস্থাপক, এস এম মনোয়ার হোসেন।
সম্পাদকঃ এম এ হালিম, মোবাইল: ০১৯১১-৪৫১৬৯৭,০১৭৮১১৫৮৯২৯ , Email- halim.nildumur@gmail.com.
হেড অফিসঃ আলাউদ্দিন মার্কেট, নীলডুমুর, শ্যামনগর, সাতক্ষীরা- ৯৪৫৫