ভ্রাম্যমান প্রতিনিধি কালিগঞ্জ:
ভূমি সেবা সপ্তাহ ২০২৩ উপলক্ষে কালিগঞ্জ উপজেলায় ১২ টি ইউনিয়নে একযোগে বিভিন্ন ভাবে প্রচার, লিফলেট বিতরণ ও মাইকিং শুরু করা হয়েছে।
অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান, ই-নামজারি, হাট-বাজার ইত্যাদি সম্পর্কে সাধারণ মানুষের মাঝে সেবা গ্রহণের পদ্ধতি ও বিভিন্ন তথ্য তুলে ধরে প্রচার করা হচ্ছে। ২২ মে থেকে ২৮ মে পর্যন্ত প্রতিদিন চলবে তথ্য প্রচার।
এছাড়া প্রতিটি হাট বাজারের লোক সমাগম হয় এমন স্থানে স্থাপন করা হয়েছে সেবা বুথ। প্রান্তিক পর্যায়ে নাগরিকের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে সহকারী কমিশনার (ভূমি) মো. আজাহার আলী নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। পাশাপাশি অনলাইন মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সাড়া ফেলেছে এবারের ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে গৃহীত বিভিন্ন পদক্ষেপ।
মঙ্গলবার (২৩ মে) সকাল বেলা ১০ টার দিকে উপজেলার মথুরেশপুর ইউনিয়নের নাজিগঞ্জ বাজার, তারাবি ইউনিয়নের তারালী বাজার, নলতা ইউনিয়নের নলতা বাজার, মৌতলা ইউনিয়নের মৌতলা বাজার, কৃষ্ণনগর ইউনিয়নের বালিয়াডাঙ্গা বাজারসহ উপজেলার ১২টি ইউনিয়নে বাজারগুলোতে ভ্রাম্যমান স্টলে সপ্তাহব্যাপী ভূমি সেবা ক্যাম্পেইন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা।
ভাড়াসিমলা ভূমি তহশীলদার শর্মিষ্ঠা সরকার, মথুরেশপুর ভূমি তহশীলদার ফয়জ আহমেদসহ ১২ টি ইউনিয়ন তহশীলদাররা জানান, ভূমি অফিসে না গিয়ে ঘরে বসে যাতে জমির মালিকেরা ভূমি সেবা পেতে পারে ও ভূমি সেবা নিতে গিয়ে যাতে হয়রানির শিকার না হয় এবিষয়ে সচেতন করতে এ কার্যক্রম গ্রহণ করা হয়েছে। বিশেষ এ ভূমি সেবা ক্যাম্পেইনে জমির মালিকদের প্রাপ্ত সেবা সমূহের মধ্যে রয়েছে - ফ্রী নামজারীর আবেদন, অনলাইনে ভূমি কর আদায়, নামজারী শুনানী গ্রহণ, মিসমোকদ্দমার শুনানী গ্রহণ, ভূমি বিষয়ক সকল পরামর্শ প্রদান ও শিক্ষার্থীদেরকে ভূমি সংক্রান্ত বিষয়ে সচেতনতামূলক বিশেষ ক্লাস।
এবিষয়ে জানতে চাইলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আজাহার আলী জানান, ভূমি সংক্রান্ত যে কোনো সেবা গ্রহিতারা যেন দ্রুত সেবা পেতে পারে সে লক্ষ্যে কাজ করছি। একই সাথে সরকারের ডিজিটাল ভূমি সেবা জনগণের কাছে পৌঁছে দিতে আমারা এ ভূমি সেবা ক্যাপেইন চালু থাকবে। পর্যায়ক্রমে উপজেলার প্রতিটি ইউনিয়নেই ভূমি সেবা ক্যাম্পেইন করা হবে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতান বুশরা জানান, ক্যাম্পেইনে ভূমি অফিসে না গিয়ে ঘরে বসে কীভাবে ভূমি সেবা পাওয়া যায় এ বিষয়েও সবাইকে সচেতন করা হচ্ছে। সকাল থেকে এই পর্যন্ত সেবা গ্রহীতাদেরদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। বেশিরভাগ মানুষই এ বিষয়ে জানার জন্য সেবা বুথ গুলোতে আসছেন এবং তারা এই ধরনের সেবা পেয়ে খুবই খুশি।
সম্পাদকঃ এম এ হালিম, মোবাইল: ০১৯১১-৪৫১৬৯৭,০১৭৮১১৫৮৯২৯ , Email- halim.nildumur@gmail.com.