প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৪, ২০২৪, ৫:২৯ এ.এম || প্রকাশের তারিখঃ মে ২১, ২০২৩, ১২:৪৯ পি.এম
বুড়িগোয়ালিনী ফরেস্ট মাধ্যমিক বিদ্যালয়ের জমি অবৈধ ভাবে জবর দখল
শ্যামনগর উপজেলা বুড়িগোয়ালিনী ফরেস্ট মাধ্যমিক বিদ্যালয়ের জমি দখল ও গাছ কর্তন করা বিষয় নিয়ে গত ১৮ মে ২০২৩ তারিখে শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেছে স্কুল কৃর্তপক্ষ।
বুড়িগোয়ালিনী ফরেস্ট মাধ্যমিক বিদ্যালয়টি ১৯৬৭ ইং সালে স্থাপিত হওয়ায় অত্র অঞ্চলের মানুষের শিক্ষাদানের ক্ষেত্রে অদ্যাবধি সুনামের সহিত অগ্রগামী ভূমিকা পালন করে আসছে।
উল্লেখ থাকে যে, সুন্দরবন পশ্চিম বনবিভাগ উক্ত বিদ্যালয়ে ২একর ১২শতক জমি ১৯/০৫/১৯৭৪ খ্রিঃতারিখে মোঃ হাবিবুর মন্ডল, পিতা - মরহুম ছবির উদ্দীন মন্ডল এর নিকট হইতে ২৭৭৬/২৭৮১ নং দলিলে কোবলা করেন।
তবে বিবাদি পক্ষ উদ্দেশ্য প্রণোদিত ভাবে অত্র প্রতিষ্ঠানে জমি জোরপূর্বক ভোগ দখল করিবার জন্য জোর পাঁয়তারা করিতেছে, তাছাড়া প্রতিষ্ঠানের দখলস্বত্ত্ব জমি হইতে লাগানো গাছ কর্তন করেছে বলে অভিযোগ উঠেছে।
তফসিল বর্ণিত সম্পত্তি ঃ মৌজা - পোড়াকাটলা, জে. এল নং-১১৯,খতিয়ান -৩০৩,এস.এ দাগ নং-১৩২৩,১৩২৪। উক্ত বিদ্যালয়ের দখল কৃত জমি ভোগ দখল কারীগণ( ১) মোঃ মজিবর রহমান (২) লিয়াকত আলী গং (৩) মোঃ লাবলু গাজী(৪) আনিসুর রহমান (৫) আব্দুল আজিজ ঢালী(৬) আব্দুল মাজেদ ঢালী(৭) মিজানুর রহমান (৮) রেজাউল করিম(৯)জেহের আলী মাস্টার (১০)আবুল হোসেন মোড়ল।
সর্ব সাং বুড়িগোয়ালিনী, শ্যামনগর, সাতক্ষীরা।
সম্পাদকঃ এম এ হালিম, মোবাইল: ০১৯১১-৪৫১৬৯৭,০১৭৮১১৫৮৯২৯ , Email- halim.nildumur@gmail.com.
হেড অফিসঃ আলাউদ্দিন মার্কেট, নীলডুমুর, শ্যামনগর, সাতক্ষীরা- ৯৪৫৫