বাগেরহাট প্রতিনিধিঃ
খুলনার রূপসা উপজেলা বাগমারা এলাকার চা দোকানি হৃদয় শেখ (২২) হত্যা মামলার পলাতক আসামী আরিফুল ইসলামকে (২০) গ্রেফতার করেছে র্যাব ৬। শুক্রবার দিবাগত রাতে বাগেরহাটের মোংলা উপজেলার মাদ্রাসা বাজার এলাকা থেকে র্যাব- ৬ এর সদস্যরা হত্যা মামলার এই প্রধান আসামীকে গ্রেফতার করে।
শনিবার দুপুরে র্যাব ৬ এর মিডিয়া সেল জানায়, গত ২০ এপ্রিল খুলনার রূপসা উপজেলা বাগমারা এলাকার চা দোকানি হৃদয় শেখ পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে সন্ত্রীরা তাকে কুপিয়ে হত্যা করে। এঘটনার পর নিহত হৃদয় শেখের বাবা বাদী হয়ে রূপসা থানায় আরিফুল ইসলামকে প্রধান আসামী করে হত্যা মামলা দায়ের করেন। এই হত্যাকান্ডের পর র্যাব সন্ত্রসীদের গ্রেফতারে গোয়েন্দা তৎপরতা শুরু করে। ঘটনার এক মাস পর শুক্রবার দিবাগত রাতে বাগেরহাটের মোংলা উপজেলার মাদ্রাসা বাজার এলাকা থেকে পলাতক প্রধান আসামী আরিফুল ইসলামকে র্যাব সদস্যরা গ্রেফতার করে।
গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী আরিফুল ইসলাম হত্যাকান্ডের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। গ্রেফতারকৃত আসামীকে রূপসা থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানায় র্যাব।
Leave a Reply