দি ব্রাইট মুন্ডাঃ
হে প্রবাসী মহা মানব,
নিজ মাতৃভূমি ত্যাগ করে এসেছো বঙ্গ ভূমিতে।
এই অবহেলিত সম্প্রদায়ের অন্তরে_
সু_শিক্ষার পদ চিহ্ন আকিতে।
যে জাতি,
বুনো কুলি সরদার নামে ছিলো পরিচিতি।
সে জাতি,
কত যুগ যুগান্তর পরে পেলো সঠিক নামের খ্যাতি।
হে মহা মানব,
তুমি এই অবহেলিত জাতি মাঝে এসেছো বলে।
সবি হলো সম্ভব_
মুন্ডা সম্প্রদায় জায়গা পেলো মানব কুলে।
তোমার ত্রি_নয়ন দিয়ে দেখেছো এই সম্প্রদায়ের অভাব।
বুঝেছো,
শিক্ষার আলো নেই বলে এই জাতির এমন স্বভাব।
এই তিমিরের মাঝে শিক্ষার আলো জ্বালাতে।
জ্ঞানের প্রদ্বীপ শিখা জ্বালিয়ে ছো এই জাতির অন্তরে।
শুধু জ্ঞান বিদ্যা নহে_
অন্ন বস্ত্র অর্থ ভূমি দিয়েছো দু_হাত ভরে।
কত মানব প্রেম থাকলে অন্তরে?
নিজ সুখ বিলাসিতা ত্যাগ করে_
ঘুরেছো অবহেলিত জাতির দ্বারে দ্বারে।
এই জাতির অন্তরে সুখের সন্ধানে_
নিজের দু_হাত বাড়িয়েছো বিশ্ব দ্বরবারে।
হে প্রবাসী প্রিয় বন্ধু_তুমি এসেছিলে বলে।
অবহেলিত সম্প্রদায় _
জায়গা পেলো সুশীল সমাজের কুলে।
তোমার এমন সীমাহীন অবদান।
একটি অবহেলিত জাতি খুজে পেলো নব প্রাণ।
=====@@@@_সমাপ্ত_@@@@====
সম্পাদকঃ এম এ হালিম, মোবাইল: ০১৯১১-৪৫১৬৯৭,০১৭৮১১৫৮৯২৯ , Email- halim.nildumur@gmail.com.