মোহাঃ ফরহাদ হোসেন, কয়রা (খুলনা)প্রতিনিধিঃ
কয়রায় তৃনমুল মানুষের সাথে মত বিনিময় করেছেন পাইকগাছা- কযরার সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু। গতকাল শুক্রবার বিকাল ৪ টায় ৪ ও ৫ নং কয়রা জয়বাংলা মুক্তিযোদ্ধা বকস একতা যুব সংঘ এ মতবিনিময় সভার আয়োজন করে। কয়রা সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সরদার জিয়াদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পাইকগাছা- কয়রার সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু। তিনি তার বক্তব্য বলেন, বর্তমান সরকার কয়রায় যে উন্নয়ন করেছে বিগত কোন সরকার তা করেনি। কয়রাবাসীর প্রত্যাশা স্থায়ী বেড়িবাঁধ সেটির প্রকল্প পাশ হয়েছে। ইতিমধ্যে তার কিছু অংশের টেন্ডার কাজ সম্পন্ন করা হয়েছে। বাকি কাজের টেন্ডার কার্যক্রম পরিক্রিয়াধীন রয়েছে। তৃনমুল নেতৃবৃন্দের উদ্দেশ্য তিনি বলেন, সকল ভেদাভেদ ভুলে গিযে এক সাথে নৌকা প্রতিকের পক্ষে কাজ করতে হবে। বর্তমান সরকার বাংলাদেশের বিভিন্ন খাতে যে উন্নয়ন কর্মকান্ড করেছেন তাতে বাংলাদেশের মানুষ আবারও নৌকায ভোট দিয়ে ক্ষমতায বসাবেন। বর্তমান সরকারের আমলে কয়রার কোন মানুষ নির্যাতিত হয়নি। সাধারন মানুষ সুন্দরভাবে জীবন যাপন করছে। তিনি আবারও কয়রা পাইকগাছার মানুষের যাতে সেবা করতে পারে তার জন্য সকলের নিকট সহযোগিতা ও দোয়া কামনা করেছেন। শ্রমীকলীগ নেতা রোকনুজ্জামানের পরিচালনায় এতে আরও বক্তব্য রাখেন মহেশ্বরীপুর ইউপি চেয়ারম্যান প্রভাষক শাহনেওয়াজ শিকারী,আওয়ামীলীগ নেতা জাফরুল ইসলাম পাড়, সরদার হারুন অর রশিদ, আবুল বাশার সানা, সাবেক ছাত্রলীগের আহবায়ক ইমদাদুল হক টিটু, কয়রা সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সরদার লুৎফর রহমান, ইউপি সদস্য আবু সাইদ মোল্যা,উপজেলা ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম টিংকু, ক্লাবের সহ-সভাপতি জান্নাতুল প্রমুখ।
সম্পাদকঃ এম এ হালিম, মোবাইল: ০১৯১১-৪৫১৬৯৭,০১৭৮১১৫৮৯২৯ , Email- halim.nildumur@gmail.com.