স্টাফ রিপোর্টার:
কালিগঞ্জের মৌতলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফেরদাউস মোড়লের বড় ভাই আলহাজ্ব সুরত আলী মোড়ল সকলকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মঙ্গলবার (৯ মে) ভোর ৫ টার দিকে নিজস্ব বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৌতলা ইউপি চেয়ারম্যান ফিরদাউস মোড়ল জানান, মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি ৫ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুনগ্রোহি রেখে গেছেন। তিনি দীর্ঘদিন যাবত ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে ঢাকা, ব্যাঙ্গালোর ও খুলনাসহ অসংখ্য জায়গায় চিকিৎসা দিন ছিলেন। মঙ্গলবার (৯ মে) বাদ আসর জানাজার নামাজ শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হবে।
Leave a Reply