এম এ হালিম শ্যামনগর থেকেঃ
শ্যামনগর হরিণের মাংস সহ ২ জন চরাকারবারি কে আটক করেছে শ্যামনগর থানা পুলিশ। (৮ মে সোমবার) সকাল সাড়ে ৯ টায় শ্যামনগর থানা পুলিশের অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে শ্যামনগর সদরের বাদঘাটা গ্রামের কৈতলা থেকে ১২ কেজি হরিণের মাংস সহ তাদের আটক করে।
আটককৃতরা হলেন,বাদঘাটা গ্রামের রুহুল আমিনের ছেলে বরিউল ইসলাম (২৮)।
একই গ্রামের আমাজাদ হোসেন ছেলে আজাদ হোসেন।
স্থানীয়ওরা জানান, রবিউল ইসলাম মার্কেন্টটাইস ইনসুরেন্সের চাকরির আড়ালে দীর্ঘ দিন ধরে হরিণের মাংসের ব্যাবসার সাথে জড়িত আছে।
অভিযানে থাকা শ্যামনগর থানার এস আই সাখাওয়াতুল হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রবিউল ইসলাম ও তার মামা আজাদ হোসেনকে হরিণের মাংস সহ আটক করি। তাদের বিরুদ্ধে বন আইনের মামলার প্রস্তুতি চলছে।
পশ্চিম বনবিভাগের
সাতক্ষীরা রেঞ্জ কর্মকর্তা এম কে এম ইকবল হোছাইন চৌধুরি বলেন, বনবিভাগ ও থানা পুলিশের যৌথ অভিযানে হরিণের মাংস সহ তাদেরকে আটক করা হয়েছে। এবিষয়ে শ্যামনগর থানায় মামলার প্রস্তুতি চলছে।
Leave a Reply