সংবাদ শিরোনামঃ
গাঁজাসহ শ্যামনগরে শ্বাশুড়ি-বৌমা আটক নলতায় ৪ দফা দাবিতে ছাত্র -ছাত্রীদের আন্দোলন ও ক্যাম্পাসের নাম বদল কালিগঞ্জে উপজেলা বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত  কালিগঞ্জে জামায়াতের ৯টি ইউনিয়নের জামায়াতের আমীরগনের শপথ অনুষ্ঠিত  সামাজিক ও মানবিক কাজে বিশেষ অবদান রাখায় সেচ্ছাসেবীদের সংবর্ধনা প্রদান  কালিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন হয়েছে ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা ময়মনসিংহে যৌথ বাহিনীর অভিযানে ১জন গ্রেফতার কালিগঞ্জে বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বিজয় র‍্যালী অনুষ্ঠিত হয়েছে কালিগঞ্জে উপজেলা বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য বিজয় র‍্যালী অনুষ্ঠিত নানা আয়োজনে শ্যামনগরে মহান বিজয় দিবস উদযাপন
কালিগঞ্জে বিভিন্ন আম বাগানের আম পাড়া কার্যক্রম তদারকি করলেন উপজেলা প্রশাসন

কালিগঞ্জে বিভিন্ন আম বাগানের আম পাড়া কার্যক্রম তদারকি করলেন উপজেলা প্রশাসন

স্টাফ রিপোর্ট:

সাতক্ষীরা জেলা প্রশাসন নির্দেশিত চলতি বছর আম সংগ্রহ, বাজারজাতকরণ ক্যালেন্ডার অনুযায়ী প্রথম পর্যায়ে আজ ০৫ মে থেকে সাতক্ষীরার কালিগঞ্জে গোপালভোগ গোবিন্দভোগ, বোম্বাই, গোলাপখাস, বৈশাখীসহ কয়েকটি স্থানীয় জাতের আম বাজারে উঠতে শুরু করেছে। এছাড়া পর্যায়ক্রমে ২৫ মে হিমসাগর, ০১ জুন ল্যাংড়া ও ১৫ জুন থেকে আম্র পালি আম গাছ থেকে পেড়ে বাজারজাত করতে পারবেন বাগান মালিকরা।

তারই ধারাবাহিকতায় রবিবার (৭ মে) সকাল থেকে উপজেলার বিভিন্ন এলাকার আম বাগানে ঘুরে ঘুরে আমপারা তদারকি করলেন কালিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি ও উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদী।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুসরা, উপজেলা সহকারী কমিশনার ভূমি আজহার আলী, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অসীম উদ্দিন, থানা অফিসার ইনচার্জ (ওসি) মামুন রহমান প্রমূখ।

এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অসীম উদ্দিন বলেন, গত কয়েক বছর প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে আম চাষিরা মারাত্মক ক্ষতির মুখে পড়েন। তবে এবার কালিগঞ্জে আমের বাম্পার ফলন হওয়ায় লাভের স্বপ্ন দেখছেন আমা চাষীরা। বর্তমানে আম পাড়া ও বাজার জাত নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন চাষিরা।

উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদী বলেন, বাগান মালিক, কৃষি কর্মকর্তাসহ সকল পক্ষকে নিয়ে সভা করে আম বাজারজাত করার তারিখ নির্ধারণ জেলা প্রশাসন। পূর্ব ঘোষিত তারিখ অনুযায়ী পর্যায়ক্রমে বাগান থেকে আমা সংগ্রহ ও বাজারজাত করা হচ্ছে। কঠোর তদারকির মাধ্যমে সাতক্ষীরাসহ কালিগঞ্জের আম বিদেশের বাজারেও পাঠানো হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা বলেন, আবহাওয়াজনিত কারণে বাংলাদেশের সাতক্ষীরার আম মৌসুমের শুরুতেই পরিপক্ক হয়। আগাম প্রাপ্তি ও স্বাদের কারণে দেশের বাজারে সাতক্ষীরার আমের প্রচুর চাহিদাও রয়েছে। গেলো কয়েক বছর ইউরোপের বিভিন্ন দেশে রপ্তানিও হচ্ছে সাতক্ষীরার কয়েকটি বাগানের আম।

তবে আগাম বাজার ধরতে অপরিপক্ক আম কেমিক্যাল দিয়ে পাকিয়ে আগাম বাজারজাত করেন কিছু অসাধু ব্যবসায়ী। এজন্য অসাধু ব্যবসায়ীদের রুখতে জেলা প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অভিযান পরিচালনা করে। এরইমধ্যে সাতক্ষীরার কালিগঞ্জে বেশ কয়েকটি এলাকায় অভিযান চালিয়ে কেমিক্যাল দিয়ে পাকানো কয়েক হাজার কেজি অপরিপক্ক আম জব্দ ও বিনষ্ট করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ডিজাইন ও কারিগরি সহযোগীতায়- সুন্দরবন আইটি লিমিটেড