মোহাঃ ফরহাদ হোসেন কয়রা (খুলনা) প্রতিনিধিঃ
খুলনার কয়রায় জাতীয় আইন সহায়তা দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জানা যায়"বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ,বিনামূল্যে আইনি সেবার দ্বার উন্মোচন"এই প্রতিপাদ্যকে সামনে রেখে শুক্রবার (২৮ এপ্রিল) সকাল ১০ টায় কয়রা উপজেলা ও চৌকি লিগ্যাল এইড কমিটির আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সিনিয়র সহকারী জজ মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কয়রা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এস,এম, শফিকুল ইসলাম, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কয়রা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাঃ আজহারুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান কমলেশ কুমার সানা, ওসি তদন্ত মোঃ ইব্রাহিম আলী, কয়রা সদর ইউপি চেয়ারম্যান এস এম বাহারুল ইসলাম, বাগালী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুস সামাদ গাজী উপজেলা ফিল্ড অফিসার মোঃ মহিনুর রহমান, সুধী সমাজের ব্যক্তিবর্গ প্রমুখ উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন,সমাজের নিম্ন মধ্যবিত্ত ও নিম্নবিত্তের বেশিরভাগ মানুষেরা রাষ্ট্রের প্রতি তাদের অধিকার ও আইন সম্পর্কে জানেনা। অধিকাংশ মানুষই লিগ্যাল এইড সম্পর্কে জানেনা তাই তারা দিনের পর দিন বিভিন্ন ভাবে হয়রানির শিকার হচ্ছেন।লিগ্যাল এইড সম্পর্কে জানলে মানুষের অনেক হয়রানি কমে যাবে।সমাজের সুবিধা বঞ্চিত মানুষের জন্য লিগ্যাল এইড কমিটি কাজ করে যাচ্ছে।আর্থিক অসচ্ছলতার কারণে যারা মামলা চালাতে পারেনা শুধু তাদের জন্য না,সকলের জন্যই লিগ্যাল এইড।লিগ্যাল এইড সম্পর্কে আইনগত সহায়তা পেতে সকলের দ্বারপ্রান্তে পৌছে দিতে প্রচার প্রচারনার জন্য আহ্বান জানানো হয়।
সম্পাদকঃ এম এ হালিম, মোবাইল: ০১৯১১-৪৫১৬৯৭,০১৭৮১১৫৮৯২৯ , Email- halim.nildumur@gmail.com.