নিজস্ব প্রতিবেদকঃ
এ বিষয়ে বিস্তারিত তুলে ধরে তাঁর ফেসবুক ওয়ালে লিখেছেন আওয়ামী লীগ নেত্রী শেখ মাসুদা খানম মেধা। তাঁর ফেসবুক স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো।
আজ দুপুর ১২ টার দিকে ফেসবুকে সাংবাদিক আকবর কবির ভাইয়ের একটা পোস্ট চোখে পড়ে। শ্যামনগর উপজেলার রমজান নগর ইউনিয়নের ভেটখালি এ. করিম উচ্চ বিদ্যালয়ের আবু রায়হান নামে এক ছেলে প্রবেশ পত্র না পেয়ে কাদছে,যার এস এস সি পরীক্ষা ৩০ তারিখ অর্থাৎ আর একদিন পরে। আমি সাথে সাথে চিন্তা করলাম একটু চেষ্টা করি দেখি কিছু করতে পারি কিনা যদিও সময় নেই। প্রথমে ভেবেছিলাম মন্ত্রী মহোদয়ের বাসায় যাই। দুপুরে আমার পাশের বাসার ছেলের বিয়ের দাওয়াতে যাওয়ার কথা ছিল। সেটাও ক্যান্সেল করেছি। হাসানকে বলেছি এক পেট খেতে যাওয়ার চেয়ে এটা অনেক গুরুত্বপূর্ণ।আল্লাহর ইচ্ছায় দ্রুত একটা নামের কথা মনে হলো চেক করে ফোন নম্বরও পেয়ে গেলাম। এক রিংয়েই রিসিভ করলেন যার সাথে এর আগে কখনও কথা হয়নি। নম্বরটা দিয়েছিল কানাডায় বাংলাদেশ দুতাবাসের কাউন্সেলর আমার স্নেহের ছোট বোন অপর্ণা পাল মৈত্রী হল ছাত্রলীগের সাবেক সেক্রেটারী। মুহূর্তের মধ্যে মন্ত্রী মহোদয় প্রিয় দীপু আপার নির্দেশে সব ব্যবস্থা তিনি করে দিয়েছেন। এ কাজটিতে সফল না হতে পারলে মন খারাপ শেষ হতে অনেক সময় লাগতো। ইয়া রহমানুর রাহিম এভাবে যেন মানুষের পাশে দাড়াতে তুমি আমায় সাহায্য কোরো। এর মধ্যে শিক্ষকদের ব্যবহার আমার আর লিখতে ইচ্ছে করছে না। শুধু বলেছিলাম আপনারা কি ছাত্র গড়ার কারিগর না মারার কারিগর?
**উল্লেখ্য ঐ স্কুলের এক শিক্ষকের কাছে ২১৭০ টাকা দিয়েছিল ছেলেটির ভ্যানচালক বাবা ফরম পূরনের জন্য। সেই টাকা শিক্ষক নাকি জমা দেয়নি। গত কাল প্রবেশপত্র আনতে গেলে জানতে পারে তার ফরম ফিল আপ হয়নি। এরপরে ছেলেটির পরিবার মানসিকভাবে ভেঙ্গে পড়ে এবং আকবর কবির ভাইয়ের কাছে গিয়ে ফেসবুকে ভিডিও পোস্ট দেয়।
আমার বঙ্গবন্ধু বলেছিলেন "এই মানুষগুলোর দু:খ দেখলে আমি পাগল হয়ে যাই" পিতা আমিও অস্থির হয়ে যাই হয়তো সব সমাধান করতে পারিনা।আমারতো তেমন ক্ষমতা নাই, আমায় জেনে, সম্মান করে কিছু মানুষ গুরুত্ব দেয়।
শেখ মাসুদা খানম মেধা ইতিপূর্বে এলাকার মেধাবী শিক্ষার্থীদের ভর্তি ফি, বই, সহ বিভিন্ন ধরনের সহায়তা করে বেশ শুনাম কুড়িয়েছেন। তাছাড়া তিনি নিজস্ব অর্থায়নে অসহায় দুস্থ মানুষের শীতবস্ত্র, চিকিৎসা ও খাদ্য সহায়তা করে সাধারণ মানুষের আস্থা বিশ্বাস ও ভরসার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন। গোপালগঞ্জের কৃতি সন্তান শেখ মাসুদা খানম মেধা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেগম রোকেয়া হল শাখা ছাত্রলীগের সভাপতি ছিলেন। বর্তমানে তিনি সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-৪ শ্যামনগর কালিগঞ্জ আংশিক আসনের দলীয় মনোনয়ন প্রত্যাশী।
সম্পাদকঃ এম এ হালিম, মোবাইল: ০১৯১১-৪৫১৬৯৭,০১৭৮১১৫৮৯২৯ , Email- halim.nildumur@gmail.com.