দেবহাটা প্রতিনিধি:
শেখ হাসিনার গাড়ি বহরে হামলার মামলায় সাতক্ষীরার বিএনপি’র সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবসহ চার জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ায় আনন্দ মিছিল করেছেন দেবহাটা উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দরা। মঙ্গলবার রায় ঘোষণায় আনন্দ প্রকাশ করে উপজেলার সখিপুরে এ আনন্দ মিছিল করেন নেতৃবৃন্দরা। এতে অংশ নেন সাবেক স্বাস্থ্য মন্ত্রী, সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ আ.ফ.ম রুহুল হক এমপি, দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মুজিবর রহমান, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ, উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক রাশেদুল ইসলাম, যুব ও ক্রীড়া সম্পাদক রেজাউল ইসলাম, কৃষকলীগের সদস্য সচিব আব্দল্লাহ হীম, ছাত্রলীগ নেতা লিটন পারভেজ সহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দরা।
উল্লেখ্য, ২০০২ সালের ৩০ আগস্ট বিরোধী দলীয় নেত্রী থাকাবস্থায় ধর্ষণের শিকার এক মুক্তিযোদ্ধার স্ত্রীকে দেখতে সাতক্ষীরা সদর হাসপাতালে আসেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে সেখান থেকে যশোরে ফেরার পথে ওইদিন বেলা ১১টার দিকে কলারোয়া বিএনপি অফিসের সামনে তার গাড়িবহরে হামলা চালানো হয়। ওই ঘটনায় আওয়ামী লীগের ১২ জন নেতা কর্মী আহত হন। উক্ত মামলার যুক্তিতর্ক শেষে সাতক্ষীরার স্পেশাল ট্রাইব্যুনাল-৩ এর বিচারক বিশ্বনাথ মণ্ডলের আদালত এই রায় দেন।
সম্পাদকঃ এম এ হালিম, মোবাইল: ০১৯১১-৪৫১৬৯৭,০১৭৮১১৫৮৯২৯ , Email- halim.nildumur@gmail.com.