বুড়িগোয়ালিনী( শ্যামনগর) প্রতিনিধিঃ
শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের হল রুমে " নারী নেতৃত্বধীন সিএসওদের অংশগ্রহণমূলক জলাবায়ু পরিবর্তন ও অভিযোজন প্রকল্পের "বাধরক্ষা কমিটির সদস্যদের সাথে ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার( ১৮এপ্রিল ) সকাল ১১টায়।
এ সময়ে উপস্থিত ছিলেন বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের সচিব রিয়াজুল ইসলাম, নওয়াবেঁকী গণমূখী এনজি এফের ফিল অফিসার নুরুল ইসলাম,প্রকল্প সমন্বয়কারী সাহ মোঃ ইলিয়াস, বাঁধরক্ষা কমিটির সাধারণ সমপ্দাক ফজলুল করিম,
বুড়িগোয়ালিনী পরিবেশ উন্নয়ন ক্লাবের সভাপতি ও উপকুলীয় প্রেসক্লাবের সভাপতি আব্দুল হালিম, সিপিপির সদস্য বকুল খাতুন, সিডিও ইয়ুথ টিমের আহবায়ক ফজলুল হক, বনজীবী নারী উন্নয়ন সংস্থার সভানেত্রী শেফালী বেগম সহ বাঁধরক্ষা কমিটির সদস্য গন।