দেবহাটা প্রতিনিধি:
দেবহাটায় দৈনিক পত্রদূত পত্রিকা পরিবারের ইফতার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার উপজেলার পারুলিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দেবহাটা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও পত্রদূতের দেবহাটা ব্যুরো প্রধান আব্দুল ওহাবের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম। বিশেষ অতিথি ছিলেন দেবহাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন। পত্রদূত পত্রিকার প্রতিনিধি ও প্রেসক্লাবের সহ সভাপতি রাজু আহমেদের পরিচালনায় বক্তব্য দেন ফেয়ার মিশনের পরিচালক আব্দুল কাদের মহিউদ্দীন, পত্রদূতের দেবহাটা সংবাদদাতা আজিজুল হক আরিফ, নিজস্ব প্রতিনিধি দিপঙ্কর বিশ্বাস প্রমুখ।
উপস্থিত ছিলেন প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক লিটন ঘোষ বাপি, অর্থ সম্পাদক এসকে ওভি, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এমএ মামুন, সাহিত্য ও ক্রীড়া সম্পাদক ফরহাদ হোসেন, সদস্য এসএম নাসির উদ্দীন, বীরমুক্তিযোদ্ধা আব্দুর রশিদ প্রমুখ।
এসময় পত্রদূত পত্রিকা প্রায়ত প্রতিষ্ঠাতা সহ সকল সাংবাদিক, অফিস স্টাফদের আত্নার শান্তি কামনায় দোয়া মোনাজাত করা হয়।
Leave a Reply