বুড়িগোয়ালিনী (শ্যামনগর) প্রতিনিধিঃ
নর্থ আমেরিকান বাংলাদেশি ইসলামিক কমিউনিটি (নাবিক) এর সহযোগিতায় কাদের ফাউন্ডেশনের এর পক্ষ থেকে গাবুরায় ১০০ পরিবারে রমাদান ফুড সাপোর্ট ২০২৩- এ খাদ্য সামগ্রী প্রদান করেছে বেসরকারী উন্নয়ন সংস্থা ব্রতী সমাজ কল্যাণ সংস্থা।
আজ ১৫ এপ্রিল শনিবার সকাল ১০ ঘটিকার সময় ব্রতীর মহিউদ্দিন নুর রাশিদা সেন্টার ও শিশু সুরক্ষা প্রকল্প অফিস বুড়িগোয়ালিনীতে এ বিতরণ অনুষ্ঠান হয়। ব্রতী সমাজ কল্যাণ সংস্থার বাস্তবায়নে সংস্থার কর্ম এলাকা গাবুরার দুস্থ্য, অতিদরিদ্র পরিবারে প্রদান করা হয় এ সকল খাদ্য সমগ্রী। গাবুরার ১০০টি দুস্থ্য পরিবারে প্রতি পরিবারকে একটি করে খাবারের প্যাকেট প্রদান করা হয়েছে। প্রতি প্যাকেটে চাউল ১৫ কেজি, মসুরের ডাল ১ কেজি, চিনি ১ কেজি, ছোলা ১ কেজি, সোয়াবিন তেল ১ লিটার, লবন ১কেজি, খেজুর ১ কেজি, পেয়াজ ১ কেজি, আলু ২ কেজি। বিতরণ অনুষ্ঠানে ব্রতীর শিশু সুরক্ষা প্রকল্প ও ভাসমান স্বাস্থ্যসেবা প্রকল্পের গণক্রিয়া সেচ্ছাসেবক এবং বিভিন্ন মিডিয়া প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।
চলতি রমাদানে দ্রব্যমূল্যের উর্দ্ধগতি ও আয় না থাকায় নিম্নবিত্ত পরিবারগুলো খুব অভাব-অনটনের মধ্যে দিনাতিপাত করছে। এ সকল খাদ্যসমগ্রী হাতে পেয়ে খুবই আনন্দিত হয়েছে উপকারভোগীরা। এলাকাবাসী ও জনপ্রতিনিধিগণ সন্তষ্টি জ্ঞাপন করেছেন এবং দাতা সংস্থা ও ব্রতীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার সর্বাপেক্ষা দরিদ্রপিড়ীত এলাকা গাবুরা ইউনিয়ন। প্রায় ৫০ হাজার মানুষ বাস করে গাবুরায়। প্রান্তিক, জেলে, স্বামী পরিত্যাক্তা নারী, নারী প্রধান পরিবার, বিধবা, প্রতিবন্ধী ভূমিহীন অনেক সুবিধা বঞ্চিত পরিবারের বসবাস চারপাশে নদী বেষ্ঠিত এই দ্বীপ ইউনিয়নে। এ সকল পরিবারে রয়েছে অনেক ছিন্নমূল শিশু। তা ছাড়া প্রাকৃতিক দুর্যোগ বারবার হানা দেওয়ার কারণে গাবুরায় খাবার পানি ও খাদ্য সংকট দেশের অন্য সকল এলাকা থেকেও বেশি। ব্রতী নাবিকের সহায়তায় দরিদ্র এই গাবুরায় স্বাস্থ্যসেবা, অনাথ শিশু পুনর্বাসন, খাবার পানির পুকুর সংরক্ষণ, আয়বৃদ্ধিমূলক কর্মকান্ডসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। নাবিক গাবুরায় প্রাকৃতিক দুর্যোগে জরুরী সহায়তা, ঈদ সাপোর্ট, রমাদান সাপোর্ট, কুরবানীর মাংস বিতরণ অব্যহত রেখে মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছে গাবুরায় ।
সম্পাদকঃ এম এ হালিম, মোবাইল: ০১৯১১-৪৫১৬৯৭,০১৭৮১১৫৮৯২৯ , Email- halim.nildumur@gmail.com.