নিজস্ব প্রতিনিধিঃ
সাতক্ষীরা জেলা শ্যামনগর উপজেলার গোডাউন মোড়ে সাপ্তাহিক মুক্ত স্বাধীন ও দৈনিক বেতনা নদী পত্রিকার উপজেলা শাখা অফিস উদ্বোধন হয়েছে আজ ২০ই রমজান ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানের মাধ্যমে দিয়ে এবং এম.আসাদুজ্জামানের সভাপতিত্বে ও মোমিনুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদর ইউপি চেয়ারম্যান নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের পিপি এড. জহুরুল হায়দার (বাবু)
উক্ত উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জনাব আব্দুস সালাম ,(জাতীয় দৈনিক স্বাধীন সংবাদ,জেলা প্রতিনিধি, সম্পাদক দৈনিক বেতনা নদী ব্যবস্থাপনা পরিচালক সাপ্তাহিক মুক্ত স্বাধীন )
প্রধান অতিথির বক্তব্যে বলেন, সাংবাদিক হচ্ছে জাতির বিবেক, সাংবাদিকদের লেখনীর মধ্য দিয়ে সত্য ঘটনা উৎঘাটন হয় এবং দেশ ও জাতি জানতে পারে,আমি চাই আপনাদের লেখনীর মধ্য দিয়ে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন হবে সব সময়। সাপ্তাহিক মুক্ত স্বাধীন ও দৈনিক বেদনা নদী পত্রিকার জন্য রহিলো ভালবাসা অভিরাম ও উত্তরাউত্তর সফলতা কামনা করি।এসময় উপস্থিত ছিলেন দৈনিক বেতনা নদীর ফটো সাংবাদিক ইমরান হোসেন (সাউন),উপস্থিত ছিলেন নুরনগর ইউনিয়ন প্রতিনিধি আরিফুল ইসলাম ও মো হুসাইন বিন আফতাব সহো অনেক গণ্যমান্য ব্যক্তি ও সুশীল সমাজের প্রতিনিধিগণ।
সম্পাদকঃ এম এ হালিম, মোবাইল: ০১৯১১-৪৫১৬৯৭,০১৭৮১১৫৮৯২৯ , Email- halim.nildumur@gmail.com.