নিজস্ব প্রতিবেদকঃ
শুক্রবার (০৭ এপ্রিল ২০২৩) দুপুরে কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট হারুন-অর-রশীদ এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ০৭ এপ্রিল ২০২৩ তারিখ রাত আনুমানিক ০৩০০ ঘটিকায় বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন অধিনস্থ বিসিজি আউটপোস্ট নলিয়ান কর্তৃক খুলনা জেলার দাকোপ থানাধীন আবুলনগর এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১২ কেজি হরিণের মাংসসহ এক জন হরিণের মাংস পাচারকারীকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি মোঃ রেজাউল মোল্লা (৩০), খুলনা জেলার দাকোপ থানাধীন কালাবগী গ্রামের বাসিন্দা।
তিনি আরও বলেন, পরবর্তীতে জব্দকৃত হরিণের মাংস ও আটককৃত ব্যক্তির বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে নলিয়ান ফরেস্ট অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়।
সম্পাদকঃ এম এ হালিম, মোবাইল: ০১৯১১-৪৫১৬৯৭,০১৭৮১১৫৮৯২৯ , Email- halim.nildumur@gmail.com.