নিজস্ব প্রতিনিধিঃ
বিশ্ব পানি দিবস উপলক্ষ্যে একশনএইড বাংলাদেশ সাতক্ষীরার শ্যামনগরে সপ্তাহব্যাপি বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করেছে।
সম্প্রতি রমজাননগর ইউনিয়নের রমজাননগর ওয়াপদা বাধে ” জীবনের জন্য পানি, পানির জন্য আমরা” শীর্ষক শতাধিক বিভিন্ন বয়সী নারী পুরুষের অংশগ্রহনে পানির জন্য পদযাত্রা আয়োজন করে।
সপ্তাহব্যাপি কার্যক্রমের অংশ হিসাবে একশনএইড বাংলাদেশ পরিচালিত ছয়টি শিশু বিকাশ কেন্দ্রে চিত্রাংকন প্রতিযোগীতা ও ভিডিও প্রদর্শনী, কিশোরী কিশোরী ও যুবদের নিয়ে ” তোমার জীবনে পানির গুরত্ব” শীর্ষক রচনা প্রতিযোগীতা এবং রিফেকশন একশন সার্কেল সমুহে সচেতনামুলক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
জানা যায়, পদযাত্রার মুল উদ্দেশ্য পানি নিয়ে ও পানির দ্বায়িত্বশীল ব্যবহার নিয়ে সচেতনতা সৃষ্টি করা।
সম্পাদকঃ এম এ হালিম, মোবাইল: ০১৯১১-৪৫১৬৯৭,০১৭৮১১৫৮৯২৯ , Email- halim.nildumur@gmail.com.