ভ্রাম্যমান প্রতিনিধি কালিগঞ্জঃ
সাতক্ষীরার কালিগঞ্জে গ্রীষ্মকালীন ফল তরমুজের দাম নিয়ে ক্রেতা সাধারণের অসন্তোষ তুলে ধরে মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল উপকূলীয় বার্তায়-এ সংবাদ প্রকাশের পর ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে তরমুজের সিন্ডিকেট ভাঙলেন এসিল্যান্ড ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আজাহার আলী।
সোমবার (৩ এপ্রিল) সকালে তিনি উপজেলার নলতা বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন। এ সময় তিনি কৃষি বিপণন ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫ জন তরমুজ বিক্রেতাকে ১ হাজার টাকা করে জরিমানা করেন।
ভ্রাম্যমাণ আদালতের অভিযানের পর সোমবার দুপুরে নলতা বাজার ঘুরে দেখা যায়, তরমুজ কেজি দরে বিক্রি না করে পিস হিসাবে বিক্রি করা হচ্ছে। তবে এতেও দামের খুব বেশি তারতম্য হচ্ছে না। ভ্রাম্যমাণ আদালতের অভিযানের আগে ৩৫ টাকা কেজি দরে তরমুজ বিক্রি হচ্ছিল। সেসময় বড় তরমুজের দাম ১৫০ থেকে ২০০ টাকা করে পড়েছে। এখন প্রতি পিস হিসাবে বড় তরমুজের দাম হাকানো হচ্ছে ১০০ টাকা থেকে ১২০ টাকা।
এ সময় স্থানীয়রা নলতা বাজারের তরমুজ ব্যবসায়ীদের সিন্ডিকেট ভাঙার কারণে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আজহার আলীকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
সম্পাদকঃ এম এ হালিম, মোবাইল: ০১৯১১-৪৫১৬৯৭,০১৭৮১১৫৮৯২৯ , Email- halim.nildumur@gmail.com.