কয়রা(খুলনা)প্রতিনিধিঃ
কয়রা থানা পুলিশ অভিযান চালিয়ে ৬ কেজি হরিণের মাংস উদ্ধার করেছে। গতকাল রোববার ভোর ৫ টার দিকে কয়রা উপজেলার ৪নং কয়রা লঞ্চঘাট সংলগ্ন এলাকা থেকে এ মাংস উদ্ধার করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে একটি ব্যাগ ফেলে কয়েক ব্যাক্তি পালিয়ে যায়। পরে ব্যাগটি উদ্ধার করে তার ভিতর থেকে ৬ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়েছে। সাম্প্রতিক কয়েকদিনের ব্যাবধানে থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকা থেকে অভিযান চালিয়ে কয়েক দফায় মাংস উদ্ধার সহ আসামীদের আটক করে। এ ব্যপাারে কয়রা থানার ওসি এবিএমএস দোহা (বিপিএম) বলেন, এ ব্যাপারে বন্যপ্রানী নিধন আইনে মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত মাংস আদালত চত্বরে মাটিতে পুতে নষ্ট করা হয়েছে। হরিণ শিকারের সাথে জড়িত ব্যাক্তিদের শনাক্ত ও গ্রেফতার করার চেষ্টা অব্যাহত রয়েছে।
কয়রা(খুলনা)
তাং-২-৪-২৩ ইং।
সম্পাদকঃ এম এ হালিম, মোবাইল: ০১৯১১-৪৫১৬৯৭,০১৭৮১১৫৮৯২৯ , Email- halim.nildumur@gmail.com.