সংবাদ শিরোনামঃ
কালিগঞ্জের নলতা ইউনিয়ন জামায়াতের “কর্মী শিক্ষা শিবির” অনুষ্ঠিত রাজশাহী-৪ আসনের সাবেক এমপি এনামুল হক ঢাকায় গ্রেপ্তার কালিগঞ্জে ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন দেবহাটায় শহীদ আসিফে’র কবর জিয়ারতে নবাগত ডিসি, এসপি অবৈধ দখলদারদের হাত থেকে মৎসঘের উদ্ধারের দাবিতে শ্যামনগরে সংবাদ সম্মেলন দেবহাটায় শিশু ফোরামের বার্ষিক সমাবেশ দেবহাটার কুলিয়ায় বাস দূর্ঘটনায় অল্পের জন্য বেঁচে গেলো ৫০যাত্রী বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বুড়িগোয়ালিনী ইউনিয়ন শাখা অফিস উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা প্রাইমারি স্কুলে চাকুরী দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ  দেবহাটায় ঘেরের ভেড়িতে অসময়ে তরমুজ চাষ করে স্বাবলম্বী হচ্ছে কৃষক
স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে কালিগঞ্জ উপজেলা জুড়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে

স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে কালিগঞ্জ উপজেলা জুড়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে

মাসুদ পারভেজ কালিগঞ্জ থেকে

স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে সারা বাংলাদেশের ন্যায় সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা জুড়ে রবিবার (২৬ মার্চ) দিনব্যাপী নানান কর্মসূচির মাধ্যমে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস পালিত হয়েছে।

দিবসটি পালন উপলক্ষে কালিগঞ্জ উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, কালিগঞ্জ থানা, কালিগঞ্জ প্রেস ক্লাব, রিপোর্টার্স ক্লাব, মুক্তিযোদ্ধা সংসদ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, উপজেলা আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠন স্কুল, কলেজ, মাদ্রাসা সহ বিভিন্ন বেসরকারি সরকারি প্রতিষ্ঠানগুলো দিবসটি পালনের জন্য পৃথক পৃথক ভাবে নানান কর্মসূচি গ্রহণ করে।

পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষার্থে দিবসের কর্মসূচির মধ্যে ছিল প্রত্যুষে ৩১বার তপধ্বনির মাধ্যমে দিবসটি সূচনা করা হয়।
সকাল ৭টার সময় সরকারি, বেসরকারি, স্কুল কলেজ, মাদ্রাসা, ব্যাংক, বীমা ও এনজিও প্রতিষ্ঠানসহ বিভিন্ন হাটবাজারে. জাতীয় পতাকা. উত্তোলন করা হয়।

সকাল সাড়ে ৭টায় সোহরাওয়ার্দী উদ্যানে অবস্থিত বিজয়স্তম্ভে উপজেলা পরিষদের পক্ষে উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী, উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, সহকারী কমিশনার (ভূমি) আজাহার আলী সহ সকল অফিসারগণ পুষ্পস্তবক অর্পণ করেশ্রদ্ধা জানান্। কালিগঞ্জ প্রেসক্লাবের পক্ষে সভাপতি আব্দুল হামিদ, সহসভাপতি হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক শাওন আহমেদ সোহাগ, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ ক্যাপ্টেন, হাবিবুল্লাহ বাহার ও আবুল কালাম সহ সাংবাদিক নেতৃবৃন্দ পুষ্প মাল্য অর্পণ করেন।

রিপোর্টার্স ক্লাবের পক্ষে সভাপতি নিয়াজ কাওছারতুহিন ও সাধারণ সম্পাদক ইকবাল আলম বাবলুর নেতৃত্বে পুষ্প মাল্য অর্পণ করেন মুক্তিযোদ্ধাদের পক্ষে সাবেক ডিপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম এর নেতৃত্বে মুক্তি বীর মুক্তিযোদ্ধাগণ ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নেতৃবৃন্দ পুষ্পমাল্য অর্পণ করেন। রাত বাত ১২টা ১মিনিটে থানা আওয়ামী লীগের সভাপতি মাস্টার নরিম আলীমুন্সি এবং সাধারণ সম্পাদক এনামুল হোসেন ছোট এর নেতৃত্বে আওয়ামী লীগ, যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ ছাত্রলীগ কৃষক লীগ লীগ তাঁতী লীগ জাতীয় শ্রমিক লীগ সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয় পার্টি উপজেলা সভাপতি মাহবুবুর রহমানের নেতৃত্বে পুষ্প বেদীতে শ্রদ্ধা নিবেদন করেন।

এছাড়াও কালিগঞ্জ সরকারি হাই স্কুল, কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়, এমখাতুল প্রাথমিক বিদ্যালয় সদরপ্রাথমিক বিদ্যালয়, কালিগঞ্জ সরকারি কলেজ রোকেয়া মুনসুর ডিগ্রী কলেজ এর শিক্ষক শিক্ষার্থীরা একে একে বিজয়স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন ।

এছাড়াও উপজেলার বিভিন্ন স্কুল কলেজ মমাদ্রাসা ইউনিয়ন পরিষদ সমূহ পৃথক পৃথকভাবে দিবস টি পালন করেন সকাল ৯ টায় উপজেলা পরিষদ মাঠ প্রাঙ্গনে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও বাংলাদেশ পুলিশ, আনসার ভিডিপি ফায়ার সার্ভিস, স্কুল কলেজের গার্লস গাইড এর সমন্বয় কুচকাওয়াজ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সকাল দশটায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী, থানা অফিসার ইনচার্জ মামুন রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে সম্বর্ধনা জানানো হয়।

উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য এস, এম জগলুল হায়দার।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ডিজাইন ও কারিগরি সহযোগীতায়- সুন্দরবন আইটি লিমিটেড