গাবুরা (শ্যামনগর )প্রতিনিধিঃ
উপকূলীয় গাবুরা বাসির কাছে এক আতঙ্কের নাম নদী ভাঙন। প্রতিবছরই বিস্তীর্ণ উপপকূলীয় ইউনিয়নটি নদী ভাঙনের শিকার হয়।
গাবুরার ৯ নং সোরার দৃষ্টিনন্দন এলাকা ভয়াবহ নদী ভাঙ্গনের কবলে প্রায় ৫ শতাধিক পরিবার, গাবুরার ৯নং সোরা বসতী এলাকা প্লাবিত হওয়ার আশংখ্যা।
( ২৬ মার্চ)রবিবার সকালে শুরু হওয়া নদী ভাঙ্গন মুহুর্তের মধ্যে প্রায় ২০০ ফুট নদী চর ভেঙ্গে রাস্তায় ভাঙ্গন ধরেছে।
স্থানীয়রা জানান ভয়াবহ এই নদী ভাঙ্গন প্রতিরোধ করা শুধু এলাকাবাসির পক্ষে সম্ভব নয়। স্থানীয় সরকার, উপজেলা প্রশাসনের সাহায্য খুবই জরুরী।
৯নং সোরা এলকার ইউ,পি সদস্য মুঞ্জুর হোসেন জানান
এই মুহূর্তে ভাঙন রোধে এগিয়ে না এলে প্লাবিত হতে পারে গাবুরার প্রধান খাবার পানির পুকুরটি।
গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জি,এম মাছুদুল আলম বলেন অতি দ্রুত ভাঙ্গনটি সংস্কার না করলে ৯নং সোরার প্রায় ৫ শতাধিক পরিবার ক্ষতিগ্রস্থ হয়ে যাবে।
চেয়ারম্যান আরও বলেন ৯নং সোরা দৃষ্টিনন্দনের রাস্তা ভেঙেগেলে সমগ্র গাবুরা প্লাবিত হতে পারে। কারণ ভিতরের পাউবোর ওয়াব্দার রাস্তাটি সংস্কারবিহীন থাকায় অনেক নিচু হয়ে গেছে। গাবুরা দৃষ্টিনন্দন এলাকায় ভাঙন বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন মহাদয়ের সাথে কথা হলে তিনি বলেন উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভাঙন কবলিত স্থানে আশবো। তাছাড়া সেখানের অবস্থা দেখে, কি ভাবে পদক্ষেপ নিলে ভাঙন রোধ করাযায় সে ব্যবস্থা নেওয়া হবে খুব তাড়াতাড়ি।
Leave a Reply