এম এ হালিম শ্যামনগর থেকেঃ
সুন্দরবনের ভিতর উলুখালি নামক স্থান থেকে শনিবার সকাল ১১ টায় কুদ্দুস গাজীর লাশ উদ্ধার করে। শ্যামনগরে কৈখালী বিজিবি ক্যাম্পের সামনে কালিন্দি নদীতে। (২৩ মার্চ) বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে কৈখালী গ্রামের কুদ্দুস (৪৫) নামে এক জেলে নদীতে মাছ ধরার সময় টর্নেডোর আঘাতে নিখোঁজ হয়।
নিখোঁজ জেলের মৃতদেহ শুক্রবার সকালে ভারতের অংশে দৃশ্যমান হওয়ার পরে জোয়ারের আগে লাশটা উদ্ধার করতে না পারায় ভেসে চলে যায়।
শনিবার ১১ টার সময় সুন্দরবনের ভিতর উলুখালি নামক স্থান থেকে উদ্ধার করে কৈখালী কোষ্টগার্ড ও নৌ পুলিশের অভিযানিক দল।
অভিযানিক দলের নেতৃত্ব দিয়েছিলেন লেফটেন্যান্ট এ জেড এম জহুরুল ইসলাম, ষ্টেশন কমান্ডার, বাংলাদেশ কোস্টগার্ড স্টেশন কৈখালী ও রায়নগর নৌ পুলিশের ইনর্চাজ এস আই তারক বিশ্বাস।
কৈখালী ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম বলেন, টর্নেডোর আঘাতে মাছ ধরার সময় নিখোঁজ হয় কুদ্দুস আলী। ২দিন পরে সুন্দরবনের ভিতর থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে, চেয়ারম্যান আরো বলেন নিহত কুদ্দুসের লাশ তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। কুদ্দুস গাজীর লাশ পাওয়ার পরে দাফন কাজ সম্পন্ন করা হয়েছে বলে জানান নিহতর পরিবার।
Leave a Reply