দেবহাটা প্রতিনিধি :
দেবহাটায় গরীব অসহায় এক হাজার পরিবারকে ইফতার সামগ্রী প্রদান করেছেন হাসান ফুড এন্ড বেভারেজ লিমিটেড। শুক্রবার (২৪ মার্চ) উপজেলার সেকেন্দ্রাস্থ ব্লিস ইন্টারন্যাশনাল অ্যাকাডেমী ক্যাম্পাসে হাসান ফুড এন্ড বেভারেজ লিমিটেডের সৌজন্যে, অসহায় ও দুস্থ এসব পরিবারের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে হাসান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আবু হাসান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মুজিবর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.বি.এম. খালিদ হোসেন সিদ্দিকী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাসান গ্রুপের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, পরিচালক কবির হুসাইন, ব্লিস ইন্টারন্যাশনাল অ্যাকাডেমী সাতক্ষীরা ক্যাম্পাসের প্রিন্সিপাল মোহাম্মদ নুর আলম সিপন এবং সেকেন্দ্রা ক্যাম্পাসের প্রিন্সিপাল নাহিদ আল ফারুক প্রমুখ।
বিতরণ সামগ্রীর মধ্যে ছিল ১০ কেজি চাউল, ২ কেজি ডাউল, ১ লিটার সয়াবিন তেল, ২ কেজি চিনি, ২ কেজি ছোলা, ২ কেজি চিঁড়া, ৫০০ গ্রাম খেজুর, ১ কেজি মুড়ি, ও ৫ কেজি আলু।
Leave a Reply