মাসুদ পারভেজ কালিগঞ্জ থেকে:
কালিগঞ্জ থানা পুলিশের অভিযানে ৪৬ বোতল ফেনসিডিলসহ আকবর আলী খান (৫৩) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
আটকৃত মাদক ব্যবসায়ী উপজেলার নলতা ইউনিয়নের পূর্ব নলতা গ্রামের মৃত ফজর আলী খানের ছেলে।
থানা সত্যের জানাজায়, মাদককে না বেঁচে হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২৩ মার্চ) বিকাল ৪ টার দিকে উপজেলা নলতা ইউনিয়নের পূর্ব নলতা গ্রামের মাদক ব্যবসায়ী আকবর আলীর বাঁশ বাগান থেকে একটি ব্যাগে ৪৬ বোতল ফেনসিডিল তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি মামুন রহমান জানান, সে দীর্ঘদিন যাবত পুলিশের চোখ ফাঁকি দিয়ে এলাকার বড় বড় মাদক ব্যবসায়ীদের নিকট থেকে ফেনসিডিল, গাজা, ইয়াবাসহ ভিন্ন মাদকদ্রব্য কিনে এলাকায় ফেরি করে গোপনে বিক্রি করে আসছিল।
পরবর্তীতে থানার মাদকবিরোধী বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করতে সক্ষম হই। উক্ত ঘটনায় থানার উপ পরিদর্শক শাহাদাত হোসেন মোল্লা বাদি হয়ে বৃহস্পতিবার রাতে থানায় একটি মামলা দায়ের করেছে।
আটককৃত মাদক ব্যবসায়ীকে শুক্রবার সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদকঃ এম এ হালিম, মোবাইল: ০১৯১১-৪৫১৬৯৭,০১৭৮১১৫৮৯২৯ , Email- halim.nildumur@gmail.com.