বাগেরহাট প্রতিনিধিঃ
বাগেরহাটের চিতেলমারী এলাকায় আপন মামতো ভায়ের বাড়ি বেরাতে এসে ভারতীয় নাগরিক শারীরিক অসুস্থতায় মুত্যু হয়েছে।
২১ মার্চ মঙ্গলবার বিকাল ৪টায় উপজেলা শ্যামাপাড়া গ্রামের বাসিন্দা মিঠুন বৈরাগীর বাড়ি গত ১ই মার্চে বেড়ানোর উদ্দেশ্যে বাংলাদেশে আসেন কোলকাতা,দক্ষিণ চব্বিশ পরগনার নাগরিক গৌরি(৪৫) শারীরিক অসুস্থ্যতার কারনে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে পরীক্ষা-নিরীক্ষা করার জন্য আসলে কর্মরত চিকিৎসক ভর্তি করেন। কিন্তু তার অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
সহকারী সার্জন(ইএমও)ডাঃ সেলিনা আক্তার বলেন, আত্মীয় স্বজন তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার প্রস্ততিকালে রাত আনুমানিক ৮ টায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
বিষয়টি নিশ্চিত করে ইন্সপেক্টর এস,এম, আশরাফুল আলম বলেন, ভারতীয় নাগরিক পাসপোর্ট নং-চ৪২৫৩৮২৩৬, এক মহিলার শারিরীক সুস্থতায় মিত্যু হয়েছে,তবে এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে
সম্পাদকঃ এম এ হালিম, মোবাইল: ০১৯১১-৪৫১৬৯৭,০১৭৮১১৫৮৯২৯ , Email- halim.nildumur@gmail.com.