মাসুদ পারভেজ কালিগঞ্জ থেকেঃ
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক গৃহহীন ও ভূমিহীন দের জমি ও গৃহ নির্মাণ প্রকল্পের আওতায় গৃহ নির্মাণের দলিল হাতে পেয়ে উচ্ছ্বাসিত সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার চতুর্থ পর্যায়ের ৪০ জন গৃহহীন ও ভূমিহীনরা। সারা দেশের ন্যায় বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে গৃহের চাবি এবং দলিল একযোগে হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরার সভাপতিত্বে প্রধান অতিথি মাননীয় প্রধানমন্ত্রী জাতির জনক বঙ্গবন্ধু কন্যা হাসিনা জুম কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন। সহকারী কমিশনার (ভূমি) আজহার আলীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে গৃহহীনদের ঘরের দলিল হস্তান্তরের সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা রেজা রশিদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী, উপজেলা প্রকৌশলী ইফতেখার উদ্দিন জোয়ারদার, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ, মথুরেশপুর ইউনিয়নের চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম প্রমূখ।
অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন উপজেলা গৃহ ও ভূমিহীন দের গৃহ নির্মাণ প্রকল্পের সদস্য সচিব উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খান। তিনি জানান উক্ত প্রকল্পের চতুর্থ পর্যায়ে ৪০ জন গৃহহীন ও ভূমিহীন পরিবারকে জমি এবং গৃহ হস্তান্তর করা হয়েছে। প্রধানমন্ত্রীর দেওয়া ঘরের দলিল এবং চাবি পেয়ে আনন্দে আবেগ আপ্লুত হয়ে প্রধানমন্ত্রী নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সম্পাদকঃ এম এ হালিম, মোবাইল: ০১৯১১-৪৫১৬৯৭,০১৭৮১১৫৮৯২৯ , Email- halim.nildumur@gmail.com.