এম আব্দুর রহমান বাবু বিশেষ প্রতিনিধিঃ
মুজিববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম এর শুভ উদ্বোধন বিষয়ে সংবাদ সম্মেলন করেছেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন।
গত ইং ২১ মার্চ (মঙ্গলবার) সন্ধা ৬ টায় প্রেস ব্রিফিং করেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন।
প্রেস বিজ্ঞপ্তিতে তিনি বলেন- মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা “বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না”- মাননীয় প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নে দেশের সকল ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম চলমান রয়েছে এরই প্রেক্ষিতে আগামীকাল ২২ মার্চ বুধবার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশব্যাপী আশ্রয়ন-২ প্রকল্প এর অধীনে ভূমিহীন ও গৃহহীণ ৩৯৩৬৫ টি পরিবারের জন্য নির্মিত ৩য় পর্যায়ের অবশিষ্ট ঘর ও ৪র্থ পর্যায়ের নির্ধারিত গৃহসমূহ উপকারভোগী পরিবারের নিকট জমিসহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন। সে অনুযায়ী সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলায় তৃতীয় পর্যায়ে বরাদ্দকৃত ১৮৯ টি ঘরের মধ্যে অবশিষ্ট ৬৯ টি ঘর ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে হস্তান্তর করা হবে। ইতোপূর্বে শ্যামনগর উপজেলায় প্রথম ও দ্বিতীয় পর্যায়ে ৩৬০ টি এবং তৃতীয় পর্যায়ের (প্রথম ধাপ) ৮৫ টি ও (দ্বিতীয় ধাপ) ৩৫ টি ঘরসহ মোট ৪৮০টি ঘর হস্তান্তর করা হয়েছে। এর মাধ্যমেই শ্যামনগর উপজেলা ভূমিহীন ও গৃহহীন মুক্ত হলো বলে দাবী করেন তিনি।
সম্পাদকঃ এম এ হালিম, মোবাইল: ০১৯১১-৪৫১৬৯৭,০১৭৮১১৫৮৯২৯ , Email- halim.nildumur@gmail.com.