কয়রা(খুলনা)প্রতিনিধিঃ
কয়রা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির এক মাসিক সভা গতকাল ২১ মার্চ বেলা ১১ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় মাদকদব্র্য নিয়ন্ত্রন, বাল্য বিবাহ প্রতিরোধ, পবিত্র রমজান মাসে দ্রব্যমুল্যে নিয়ন্ত্রন রাখা, সুন্দরবনের হরিণ নিধন ও বিষ দিয়ে মাছ শিকার বন্ধে করনীয় বিষয় সহ উপজেলার সার্বিক আইনশৃঙলা উপর আলোচনা করা হয়। কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মোঃ মমিনুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ এস এম শফিকুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান এ্যাড. কমলেশ কুমার সানা ও কয়রা থানার অফিসার ইনচার্জ এবিএম এস দোহা (বিপিএম)। এতে আরও বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোঃ আমিনুল হক, ইউপি চেয়ারম্যান এস এম বাহারুল ইসলাম, আলহাজ¦ সরদার নুরুল ইসলাম কোম্পানি, আলহাজ¦ আঃ সামাদ গাজী, স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ সুজিত কুমার বৈদ্য, বানিয়াখালী স্টেশন কর্মকর্তা আবু সাইদ, সাংবাদিক শেখ মনিরুজ্জামান মনু, দুপ্রোকের সভাপতি মোল্যা আবু দাউদ, বাজার কমিটির সভাপতি সরদার জুলফিকার আলম প্রমুখ।
Leave a Reply