প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৫, ২০২৫, ২:৩৯ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৬, ২০২৩, ৬:৫৭ পি.এম
বুড়িগোয়ালিনী ফরেষ্ট মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে সিপিপির বাস্তবায়নে দুর্যোগ বিষয়ক সচেতনতা মুলক মহড়া
বুড়িগোয়ালিনী (শ্যামনগর)প্রতিনিধিঃ
(১৬মার্চ -২৩ )তারিখ বৃহস্পতিবার বিকেলে ব্রাক এর আর্থিক সহযোগীতায় সিপিপির বাস্তবায়নে বাংলাদেশের “দুর্যোগ ও জলবায়ুজনিত কারনে বাস্তুচ্যুত ব্যক্তিদের প্রতিকুল পরিস্থিতি মোকাবেলার ক্ষমতা জোরদার করার লক্ষে
ঘূর্ণিঝড় বিষয়ক মাঠ মহড়াটি অনুষ্ঠিত হয়।
বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলামের সভাপতিত্বে
মাঠ মহড়ায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সিপিপির উপ-পরিচালক(প্রশাসন) মোঃ শরাফত হোসেন খাঁন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা প্রকল্প অফিসার মোঃ শাহিনুল ইসলাম, বুড়িগোয়ালনী ফরেষ্ট ম্যাধমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আইয়ুব আলী, উপজেলা সিপিপির টিম লিডার মোঃ মূকুল হোসেন, শিক্ষক সাংবাদিক রনজিত বরমন,ইউ পি সদস্য রবিউল ইসলাম, নিপা চক্রবর্তী ।
উপকূলীয় এলাকার মানুষদের সচেতনতা বৃদ্ধির লক্ষে প্রতি বছর মাঠ মহড়াটি করা হলে উপকূলীয় মানুষের সচেতনতা বৃদ্ধি পাবে বলে বক্তব্য দেন প্রধান অতিথি। অনুষ্ঠানে
সভাপতির বক্তব্যে বলেন মহড়ার মূল উদ্দেশ্য হলো দুর্যোগের ক্ষয়ক্ষতি কমিয়ে আনা ও মানুষদেরকে সচেতন করা, এলাকায় ক্ষয় ক্ষতির মাত্রা কমে আসে জীবনহানি কম হয়।
মাঠ মহড়ায় আরো উপস্থিত ছিলেন বুড়িগোয়ালিনী, মুন্সীগঞ্জ,আঠুলিয়া ইউনিয়নের সিপিপির টিম লিডার সহ সকল সদস্য গণ।
ঘূর্ণিঝড় বিষয়ক মাঠ মহড়ার মাধ্যমে উপকূলীয় এলাকার জীবন-জীবিকা ও দুর্যোগের ফলে সৃষ্ট ক্ষয়ক্ষতি উপস্থাপন করা হয়। অনুষ্ঠান টি পরিচালনা করেন বুড়িগোয়ালিনীরসিপিপি সদস্য রবিউল ইসলাম। অনুষ্ঠান শেষে সকল শিল্পী ও কলাকৌশলীদের হাতে পুরুষ্কার উঠায়ে দিয়েছেন অতিথি মন্ডলী।
সম্পাদকঃ এম এ হালিম, মোবাইল: ০১৯১১-৪৫১৬৯৭,০১৭৮১১৫৮৯২৯ , Email- halim.nildumur@gmail.com.
হেড অফিসঃ আলাউদ্দিন মার্কেট, নীলডুমুর, শ্যামনগর, সাতক্ষীরা- ৯৪৫৫