কয়রা(খুলনা)প্রতিনিধিঃ
কয়রায় শিশু অধিকার সুরক্ষা কোয়ালিশান(সিএসও) প্রতিনিধিদের অংশ গ্রহনে সুরক্ষা বিষয়ক প্রশিক্ষন ও ত্রৈ-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। গতকাল বুধবার বেলা ১১ টায পরিত্রান কয়রা উপজেলা কার্যালয়ে পরিত্রান ওয়াই মুভস প্রকল্প এ প্রশিক্ষন অনুষ্ঠানের আয়োজনে করে। কয়রা উপজেলা শিশু অধিকার সুরক্ষা কোয়ালিশনের সভাপতি অধ্যাপক আ,ব,ম আঃ মালেকের সভাপতিত্বে প্রশিক্ষনে মুল বিষয় উপস্থাপন করেন পরিত্রানের প্রোগ্রাম সমন্বয়কারী রবিউল ইসলাম। এতে আলোচনায় বক্তব্য রাখেন এ্যাডঃ আনিছুর রহমান, সাংবাদিক মোঃ রিয়াছাদ আলী, ইমতিয়াজ উদ্দিন, মোঃ কামাল হোসেন, ফরহাদ হোসেন, আইসিডির প্রতিষ্ঠাতা আশিকুজ্জামান, আদিবাসী পরিষদের জেলা সাধারণ সম্পাদক নিরাপদ মুন্ডা, পরিত্রানের প্রোগ্রাম অফিসার উজ্জ্বল দাস, কযরা প্রকল্প কর্মকর্তা মোঃ আলাউদ্দিন, সিএসওর সদস্য কোমলেশ মন্ডল, অভিজিৎ মহালদার, মুশির্দা খাতুন, সাধনা মুন্ডা, শিউলি মুন্ডা প্রমুখ। অনুষ্ঠানে সিএসও কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
Leave a Reply