গাবুরা, শ্যামনগর প্রতিনিধিঃ
শ্যামনগর উপজেলার দুর্গম দ্বীপ ইউনিয়ন গাবুরার ৫২নং ডুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন, শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আকতার হোসেন।মঙ্গলবার (১৪মার্চ) দুপুরে হঠাৎ করেই প্রাথমিক বিদ্যালয়ে আসেন ইউএনও। তিনি ৪র্থ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের ক্লাসে ঢুকে বিজ্ঞানের ক্লাস নেন। উপজেলা নির্বাহী অফিসারের বন্ধুসুলভ আচরণে শিক্ষার্থীদের আনন্দিত ও উজ্জীবিত হতে দেখা যায়। স্থানীয়রা ইউএনওর এমন হঠাৎ স্কুল পরিদর্শনকে সাধুবাদ জানিয়ে বলেন, সরকারের উর্ধ্বতন কর্মকর্তারা মাঝেমধ্যে এমন ঝটিকা সফর করলে, সরকারি প্রতিষ্ঠান গুলোর জবাবদিহিতা ও সেবার মান নিশ্চিত হবে। উল্লেখ্য সাউদার্ন চ্যারিটি ফাউন্ডেশন নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে সুপেয় পানির ট্যাংক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৫৮টি দরিদ্র পরিবারের মাঝে ১০০০ লিটারের একটি করে পানির ট্যাংক বিতরণ করেন। পরবর্তীতে ডুমুরিয়া কমিউনিটি ক্লিনিক ও ডুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন ইউএনও। এসময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শাহিনুল ইসলাম, গাবুরা ইউপি চেয়ারম্যান, জি ,এম, মাসুদুল আলম ও ইউপি সদস্য জি, এম, আবিয়ার রহমান প্রমূখ।
সম্পাদকঃ এম এ হালিম, মোবাইল: ০১৯১১-৪৫১৬৯৭,০১৭৮১১৫৮৯২৯ , Email- halim.nildumur@gmail.com.