সংবাদ শিরোনামঃ
ঢাকা বিশ্ববিদ্যালয়ে দরদি’র সাংগঠনিক সভা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে দরদি’র সাংগঠনিক সভা

নিজস্ব প্রতিনিধিঃ

সাতক্ষীরার দেবহাটা উপজেলার বিশ্ববিদ্যালয়-শিক্ষার্থীদের সংগঠন দরদি’র কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে সভা অনুষ্ঠিত হয়েছে।
গত (১১মার্চ) রাতে দরদি, ঢাবি জোনের উদ্যোগে দিক-নিদের্শনা এবং পরামর্শমূলক সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়।

দরদি’র সভাপতি আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দরদি’র প্রতিষ্ঠাকালীন উপদেষ্টা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট
দেবব্রত দাস, শ্যামনগর সরকারি মহসীন ডিগ্রি কলেজের ইতিহাস বিভাগের প্রভাষক ওমর ফারুক।

সভায় আরও উপস্থিত ছিলেন দরদি’র প্রতিষ্ঠাকালীন সদস্য সুমাইয়া জেবিন মিশু, নাসিম হাসান, নাজমুল আহসান, সুমাইয়া ইসলাম, ঝিলিক মণ্ডল, আলী আহসান মো. মুজাহিদ এবং এবাদুল ইসলাম প্রমুখ।

উল্লেখ্য, ২০২১-২২ সেশনের একঝাঁক নবীনদের উপস্থিতিতে এ অনুষ্ঠান মুখরিত হয়ে ওঠে। নবীনরা তাদের নতুন ক্যাম্পাসে আগমনের অনুভূতি ব্যক্ত করে। অনুষ্ঠানে পরবর্তী নবীন-বরণের প্রোগ্রাম, আশু বিশ্ববিদ্যালয় ভর্তি সংক্রান্ত দরদি’র সহযোগিতা কার্যক্রম এবং ইফতার মাহফিল করার প্রস্তাবনা গৃহীত হয়। সভা শেষে দরদি’র সদস্যরা অপরাজেয় বাংলার পাদদেশে গ্রুপ ছবিতে আবদ্ধ হন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ডিজাইন ও কারিগরি সহযোগীতায়- সুন্দরবন আইটি লিমিটেড