কয়রা (খুলনা) প্রতিনিধিঃ
খুলনার কয়রা উপজেলায় কয়রা থানা পুলিশের পৃথক দুটি অভিযান চালিয়ে ৪৪ কেজি হরিণের মাংস সহ ৩ চোরা পাচারকারীকে আটক করেছে। রবিবার (১২ মার্চ) সকাল ১০ টার দিকে উপজেলার দেউলিয়া বাজার মৎস্যকাটা থেকে ককসেটের মাধ্যমে প্যাকেট করে ঢাকার উদ্দেশ্য পাচার করার সময় ২৭ কেজি হরিণের মাংস সহ দক্ষিণ বেদকাশি ইউনিয়নের পাতাখালী গ্রামের সাহেব আলীকে আটক করে।
অন্যদিকে আরেকটি অভিযানে ১ঘন্টার ব্যাবধানে বেলা ১১ টায় উত্তর বেদকাশি ইউনিয়নের গাববুনিয়া গ্রামে অভিযান চালিয়ে ১৭ কেজি হরিণের মাংস সহ ২ জন পাচারকারীকে আটক করে। আটককৃতরা হলেন খুলনার রুপসা উপজেলার রাজাপুর গ্রামের আবুল কাশেম ও খুলনা সদরের পালপাড়া রোডের বদর আল অসীম কোরাইশী।
এ ব্যাপারে কয়রা থানার অফিসার ইনচার্জ এবিএম এস দোহা (বিপিএম) বলেন, এ ব্যাপারে বন্যপ্রানী নিধন আইনে মামলা দায়ের করা হয়েছে।
সম্পাদকঃ এম এ হালিম, মোবাইল: ০১৯১১-৪৫১৬৯৭,০১৭৮১১৫৮৯২৯ , Email- halim.nildumur@gmail.com.