আল মামুন, আন্তর্জাতিক প্রতিবেদক : সৌদিআরবের রাজধানী রিয়াদে বসবাসের অনুমতিপত্র(আকামা) এবং বীমা কার্ড জালকারী ৪ জন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে সৌদির আইনশৃঙ্খলা নিরাপত্তা রক্ষা বাহিনী।
তথ্যে জানা যায়, রিয়াদ পুলিশ ৪জন বাংলাদেশী নাগরিকত্বের প্রবাসীদের সৌদিতে বসবাসের অনুমতিপত্র(আকামা) এবং বীমা কার্ড নকল তৈরি এবং সরবরাহ করার অপরাধে গ্রেপ্তার করে।
রিয়াদ পুলিশ বলেছে যে আসামীরা আবাসিক পারমিট (আকামা) এবং বীমা কার্ড জাল করার জন্য একটি গোপন অফিস বানিয়ে সেখানে মুদ্রণ এবং অনুলিপি তৈরি করে তা হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনের মাধ্যমে বিভিন্ন জনের নিকট বিক্রয় করে আসছিল, প্রতারক চক্রটির নিকট হতে প্রস্তুত করা ৩৫৮টি আকামা কার্ড জব্দ করা হয়।
অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে,তাদের বিরুদ্ধে সৌদির প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে এবং তাদের পাবলিক প্রসিকিউশনে রেফার করা হয়েছে।
সম্পাদকঃ এম এ হালিম, মোবাইল: ০১৯১১-৪৫১৬৯৭,০১৭৮১১৫৮৯২৯ , Email- halim.nildumur@gmail.com.