সাতক্ষীরা প্রতিনিধি ঃ সাতক্ষীরার বৈকারি এলাকা থেকে দেশী পিস্তল সহ বাপ্পী গাজী ওরফ আব্দুল্লাহ্(২৮) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে সাতক্ষীরা সদর থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার (৯ মার্চ) দিবাগত রাত ১১টায় বৈকারি ইউনিয়নের সরদারপাড়া এলাকা থেকে তাকে অস্ত্র সহ গ্রেফতার করেন।
সাতক্ষীরা সদর থানার উপপরিদর্শক লোকমান হোসন ও এসআই লোকমান আরও জানান, গ্রেফতার ঐ ব্যক্তি দীর্ঘদিন যাবত অস্ত্র বেচাকেনা করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত তাকে অস্ত্র কেনাবেচার সময় গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে একটি দেশী পিস্তল(ওয়ান শ্যুটার গান) উদ্ধার করেছে পুলিশ। এ ব্যাপারে তার বিরুদ্ধে সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে(মামলা নং-২১)।
মামলার তদর্ন্তকারী কর্মকর্তা এসআই জুয়েল ফকির জানান, গ্রেফতার করা ওই আসামীকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আবু জিহাদ মাঃ ফখরুল আলম খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Leave a Reply