সংবাদ শিরোনামঃ
শ্যামনগরে কোডেক এর উদ্যোগে বসতবাড়িতে সবজি চাষ ও চারা রোপন দক্ষিণ খুলনার শ্রেষ্ঠ দানবীর মরহুম আলহাজ্ব জি এম সোহরাব আলীর ১৯ তম মৃত্যু বার্ষিকী পালিত কালিগঞ্জে উপজেলা শ্রমিকদলের উদ্যোগে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত কালিগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কালিগঞ্জে তা’লীমুল কোরআন মাদ্রাসায় প্রস্তুতি সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে ঐতিহাসিক ৭ নভেম্বর মহান বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে শ্যামনগরে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা যশোরেশ্বরী কালী মন্দিরে পূজা দিলেন বাংলাদেশ হিন্দু পরিষদের সাধারণ সম্পাদক সুমন রায় কালিগঞ্জে শীতের আগমনী বার্তায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা  শ্যামনগরে জামায়াতের কেন্দ্রীয় নেতা ড. খলিলুর রহমানের পিতার দাফন সম্পন্ন শ্রীমঙ্গলে পৃথক অভিযানে পুলিশের হাতে পলাতক ৪ আসামী আটক
আশুলিয়ায় প্রতিমা ও দোকান পাট হামলা চালিয়ে ভাঙ্গচুর করেছে দুর্বৃওরা

আশুলিয়ায় প্রতিমা ও দোকান পাট হামলা চালিয়ে ভাঙ্গচুর করেছে দুর্বৃওরা

আশুলিয়া প্রতিনিধি: আশুলিয়া সনাতন ধর্মাবলম্বী পারিবারিকমুন্দির প্রতিমাও দোকান পাট হামলাচালিয়ে ভাঙ্গচুর করেছে দুর্বৃত্তরা। সাভার সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বার সাবেক যুবদলের নেতা মাসুম মোল্ল্যা ওরফে মোরগ মাসুদ নেতৃত্বে ১৫থেকে ১৬টি সুসজ্জিত বাহিনী নিয়ে একটি পরিবারিক মুন্দির স্বরসতির প্রতিমা ও দোকান পাট ভাঙ্গচুর করেছে এঘটায় ঐই এলাকার সনাতন ধর্মালম্বী পরিবার গুলির মাঝে চরম আতক্ন বিরাজ করছে ।

মুন্দির স্বরসতির প্রতিমা ও দোকান পাট ভাঙ্গচুর খবর পেয়ে সাভার উপজেলা প্রসাশন ও আশুলিয়া থানা পুলিশ পরিদশন করেন পরে খবর পেয়ে বাংলাদেশ পুজা উৎযাপন পরিষদ আশুলিয়া থানা কমিটির সভাপতি বাবু আশিস নাগ সহ পাঁচ সদস্য মুন্দির ,প্রতিমা ও দোকান ভাঙ্গচুরের খবর পেয়ে পরিদশন করেন এবং দোষীদের দৃষ্টান্ত শাস্তি দাবী করেন, অন্যথায় আন্দোলন গড়ে তোলা হবে বলে জানান।

এলাকা বাসী বলছেন ৩০বছর আগে মোত্তারটেক এলাকার কেশব লাল সরকার নামে এক ব্যাক্তি প্রায় ৪০শতাংশ জমি ওই এলাকার চারটি সনাতনী পরিবার কে বসবাস করার জন্য দিয়ে ভারতে যান পরে সেই থেকে চারটি হিন্দু পরিবারের সদস্যরা বসবাস করে আসছিলো । পরে একটি সাভার সদর ইউনিয়নেরমেম্বার মাসুম মোল্ল্যা জাল দলিল তৈরি করে কোটি টাকা মূল্যের ঐই জমি কিনে নিয়েছে ।

গতকাল মাসুম মোল্ল্যা কিছু লোক দিয়ে ওই জমির চার পাশে বাঁশ দিয়ে বেড়া তৈরি করে এবং জমি ছেড়ে বাড়ী ঘর অন্য স্থানে নিয়ে যাওয়ার নির্দেশ দেন।পরে রাত ২টার দিকে মাসুম মোল্ল্যা ও সুলতানসহ ১৫-১৬জন সন্তাসীরা রামদা ছুরা, লাঠি সোটা ও ধারালো অস্ত্র সজ্জে সজ্জিত হয়ে ঐ সনাতন ধর্মালম্বী দের উপর হামলা চালিয়ে পারিবারিক মন্দির স্বরসতি প্রতিমা দোকানপাট ভাঙ্গচুর করে টাকানিয়ে পালিয়ে যায়।

ভূক্তি ভোগী রেখা রানী নামে এক নারী বলেন বাড়ী ঘড় ছেড়ে না গেলে তোদের সবাই কে অস্ত্রদিয়ে হত্যা করা হবে । ঐয়ার্ড়ের যুবলীগের সভাপতি খলিল বলেন মুন্দির, প্রতিমা,দোকান পাট ভাঙ্গচুর করেছে এবং সনাতন ধর্মালম্বী চারটি পরিবার কে হুমকি দিয়েছে ,তিনি বলেন আমি চাই অপরাধী যেই হক তার শাস্তি চাই,এর তিব্রনিন্দা জানাই ।সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহারুল ইসলাম ও আশুলিয়া থানা এস আই ঘটনাস্থল পরিদর্শন করে দুর্বৃত্তদের আইনে আওয়ায় আনা হবে বলে জানান ।

পাথালিয়া ৮নং ওয়ার্ড়ের মেম্বার শেখ মোঃ রনি জানান অপরাধী যে হক তার শাস্তি হক এঘটনা যারা ঘটিয়েছে এর তিব্রনিন্দ্রা জানাই। স্থানীয় জনপ্রতিনিধি ও ৮নং ওয়ার্ড এর যুবলীগের সভাপতি ভূক্তভোগী সনাতন পরিবার গুলোএঘটনায় সাভার সদর ইউনিয়নের ১ ওয়ার্ডের মেম্বার মাসুম ও সুলতান কে দায়ি করছেন। এঘটনায় আশুলিয়া থানা একটি মামলা দায়ের করেছে ভুক্তি পরিবার

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ডিজাইন ও কারিগরি সহযোগীতায়- সুন্দরবন আইটি লিমিটেড