কবিতা লেখিকা পায়েল শ্যামনগর থেকে :-
এক নারীর গর্ভে জন্ম মানব জাতির
সেই নারীকেই করি লাঞ্চনা,
ঘরের স্ত্রীকে মারি অবহেলায় কেউবা
অপর নারীতে খুঁজি সান্ত্বনা।
বিবেকের কাছে প্রশ্নবিদ্ধতার কোনো
নেই বালাই পুরুষ সমাজের,
নারীর কাছে কৈফিয়ত দিতে নই বাধ্য
হোক যতই অন্যায় কাজের!
বাকরুদ্ধ ও নত হও তুমি নারী জাতি
এটা অন্ধ সমাজের কামনা,
শক্তিশালী মস্তিষ্কেই তোমরা অগ্রাহ্য
আবেদনময়ী শরীরে বাসনা!
মা নাকি মূর্খ তারই গর্ভে দশটি মাস
পরে দু'পাতা আওরালে মুনি,
অপারগ কুলের দুগ্ধ পান করে বেড়ে
কর্মক্ষমতা যুক্তি এঁটে গুণী!
মাতৃ যোনিতে জন্মেও যোনির লালসা
মারূপী আরেক নারীকে ধর্ষণ,
লিঙ্গের অস্থিরতায় ভয়ানক অশ্লীলতা
নারীত্বে চালাই নির্মমতার ঘর্ষণ!
নারীর স্তনের লোলুপ আকর্ষণে উন্মাদ
পাশবিকতার বিষে চরম মন্থন,
অনুরূপ অবয়বে মায়েরও আকৃতি সৃষ্টি
কিরুপে হয় তার কাছে নিয়ন্ত্রণ?
নারীর ভাগ্য খণ্ডাবে কে আনবে ফিরিয়ে
অসমের জোয়ারে এক সমতা?
নশ্বর সাম্রাজ্যের অক্ষমতায় চির ধরাবে
কার ভিতরে এই দুর্লভ ক্ষমতা!
চিরায়ত যে সম্মান প্রাপ্তির প্রার্থনায় রত
কার সাধ্য সেই সমাজ বানানো?
তুমি বরং সেখানেই সন্তুষ্টি পাও যদি রও
কোণায় ফুলদানিতে সাজানো!
নারীরা হৃদয় তুলির আঁচড়ে স্বপ্নচারিণী
পৃথিবী রঙিন আদলে গড়ে,
তবুও ভাঙাচোরা সমাজে ব্যাথাহতোরা
ঠুনকো কিছুতে লড়াই লড়ে!
যুগে যুগে সহস্র বঞ্চনার শিকার হয়েও
নই আর অবলা আমি নারী,
লিঙ্গবৈষম্যের হিংস্র দম্ভ ভেঙ্গে বারবার
সর্বত্র জয়ী প্রতিদান তারই।
সম্পাদকঃ এম এ হালিম, মোবাইল: ০১৯১১-৪৫১৬৯৭,০১৭৮১১৫৮৯২৯ , Email- halim.nildumur@gmail.com.