ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর জেলাধীন নগরকান্দা থানার ঝাটুরদিয়া বাজার বিশ্বরোড মোড় হতে গাঁজাসহ নাসির খাঁন (৩২) নামের এক যুবককে আটক করেন নগরকান্দা থানা পুলিশ।
আজ বিকাল ৫ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে ঝাটুরদিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। নাসির খাঁন সে ঝাটুরদিয়া গ্রামের ইলিয়াস খাঁনের ছেলে।
এ সময় তার কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করেন নগরকান্দা থানা পুলিশ। অভিযান পরিচালনার সময় বাকিরা পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখান থেকে চলে যায়। জানা যায়, তিনি দীর্ঘ দিন ধরে গাঁজা সংগ্রহ করে বিভিন্ন এলাকায় সরবরাহ করতো।
উক্ত অভিযান পরিচালনা করেন নগরকান্দা থানার এসআই আক্কাস, এএসআই মনির, এএসআই আজিজ ও কনস্টেবল মোস্তফা। তার বিরুদ্ধে নগরকান্দা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এসআই আক্কাস বলেন, মাদকের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স। যদি কেউ মাদক ব্যবসা করেন তাহলে তাদেরকে কোন ছাড় দেওয়া হবে না। এছাড়া তিনি বলেন যুব সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করার জন্য আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।
Leave a Reply