সংবাদ শিরোনামঃ
বিএসএফের গুলিতে নিহত গোপালের বাড়ি পরিদর্শন ও সমবেদনা প্রকাশ নাগরিক কমিটির শ্যামনগরে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের আয়োজনে কৃষক সমাবেশ অনুষ্ঠিত  শিক্ষার মানোন্নয়নে সকলকে আন্তরিকতার সহিত কাজ করতে হবে–একান্ত সচিব মাহবুব আলম কালিগঞ্জে জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে  গাবুরা চকবারা থেকে ৩ কেজি হরিণের মাংস উদ্ধার করেছে বনবিভাগ শ্যামনগর অনলাইন জুয়ার মাষ্টার এজেন্ট সুমন কে গ্রেপ্তার করেছে পুলিশ  বুড়িগোয়ালিনীতে ইউনিয়ন জামায়াতে আমীরের শপথ ও ইউনিয়ন টিম গঠন  কালিগঞ্জের পল্লীতে আদালতের আদেশ উপেক্ষা করে জবরদখলের অভিযোগ দেবহাটায় চিংড়িতে অপদ্রব্য পুশ যেনো ব্যাবসায়ীদের নেশায় পরিনত হয়েছে বন কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধি তে ড্রোন উড্ডয়ন, পরিচালনা প্রশিক্ষন
জাতির কল্যাণে সুশিক্ষা গ্রহণ করে দেশ তথা জাতিকে মাদকমুক্ত সমাজ উপহার দিতে হবে ~ পুলিশ সুপার

জাতির কল্যাণে সুশিক্ষা গ্রহণ করে দেশ তথা জাতিকে মাদকমুক্ত সমাজ উপহার দিতে হবে ~ পুলিশ সুপার

তেরখাদা প্রতিনিধিঃ

খুলনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান বিপিএম বলেছেন, সমাজ থেকে ইভটিজিং বাল্যবিবাহ যৌতুক প্রথা বিলোপ করতে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।

তিনি বলেন , মাদক মুক্ত সমাজ গঠনে সকলকে এগিয়ে আসতে হবে এবং দেশ ও জাতির কল্যাণে যুবসমাজকে মাদকের ভয়ংকর ছোবল থেকে বাঁচাতে হবে।

সৃজনশীল মেধা অন্বেষণে মাদককে না বলতে হবে।

তিনি বলেন , মাদক শুধু দৈহিক ভাবেই নয় মানসিক অবস্থার বিপর্যয় ঘটায়।
তিনি বলেন , সুশিক্ষা গ্রহণ করে দেশ তথা জাতিকে মাদকমুক্ত সমাজ উপহার দিতে হবে।

তিনি আরও বলেন, অশিক্ষা দারিদ্র নিরাপত্তাহীনতা ও সামাজিক নানা কুসংস্কারের কারণে বাল্যবিবাহ সংঘটিত হয়। বাল্যবিবাহের অভিশাপ থেকে রক্ষায় বাল্যবিবাহ বিরোধী পদক্ষেপ গ্রহণ করে দেশের বিভিন্ন শ্রেণি পেশার লোককে সম্পৃক্ততা সহ ইভটিজিং রোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।

তিনি বলেন , সমন্বিত পদক্ষেপ গ্রহণের মাধ্যমে সমাজ তথা দেশ থেকে ইভটিজিং বাল্যবিবাহ যৌতুক এবং মাদক দূর করা সম্ভব।

তিনি বলেন , দেশে আইন-শৃংখলার উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠা হয়েছে।
দেশের মানুষ এখন আর আতঙ্ক আশঙ্কা এবং উদ্বেগের মধ্য দিয়ে দিনতিপাত করে না।

তিনি বলেন , বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার পরিশ্রমের কারণে দেশবাসী একটি স্বর্ণযুগ অতিক্রম করছে।
পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান বিপিএম ৬ ই মার্চ ~২০২৩ সোমবার সকাল ১১ টার দিকে উপজেলার পঞ্চপল্লী আতিয়ার রহমান মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে ইভটিজিং, বাল্যবিবাহ, যৌতুক প্রথা বিলোপ এবং মাদক মুক্ত সমাজ গঠন উপলক্ষ্যে বিশেষ আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।

বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও ডিআইজি (অবসরপ্রাপ্ত) মোঃ ওয়ালিয়ার রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ শহীদুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান, থানার অফিসার ইনচার্জ মোঃ জহুরুল আলম।

অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশীষ কুমার বাইন। বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক দিল নেওয়াজ উজ্জ্বল ও শিক্ষার্থী আনিষা , রাবেয়া শাওন, ঋতু ও নাহিদুজ্জামান এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তৃতা করেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য যথাক্রমে মোঃ ওবায়দুল ইসলাম টিটো, মাসুম শিকদার, বিউটি খানম, তোতা মিয়া শেখ, মফিজুল মোল্লা সহ বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী, শিক্ষার্থী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পরে প্রধান অতিথি পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান বিপিএম বিদ্যালয় প্রাঙ্গনে বৃক্ষের চারা রোপন করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ডিজাইন ও কারিগরি সহযোগীতায়- সুন্দরবন আইটি লিমিটেড