নিজস্ব প্রতিবেদকঃ
সুন্দরবনে হরিণ শিকারের উদ্দেশ্যে প্রবেশ করে ফাঁদ পাতার সময় রেজাউল ইসলাম নামে এক হরিণ শিকারীকে হাতেনাতে আটক করেছেন সাতক্ষীরা রেঞ্জের চুনকুড়ি বন টহল ফাঁড়ির সদস্যরা।
শনিবার দুপুর ১২টার দিকে চুনকুড়ি বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) হারুনার রশিদের নেতৃত্বে বন কর্মীরা সুন্দরবনের চুনকুড়ি এলাকা থেকে ওই শিকারীকে আটক করে।
এসময় হরিণ শিকারের জন্য ব্যবহৃত ৫০টি ফাঁদ ও ১টি নৌকা জব্দ করে বনবিভাগের টহল রত কর্মীরা। আটক কৃত আসামী মুন্সিগঞ্জ গ্রামের আব্দুস সাত্তার গাজীর পুত্র।
সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এম,কে,এম ইকবাল হোছাইন চৌধুরী সত্যতা নিশ্চিত করে বলেন, হরিণ শিকারের খবর গোপনে জানতে পেরে বনকর্মীরা তাৎক্ষনিক অভিযান চালিয়ে ওই হরিণ শিকারীকে ফাঁদ ও নৌকাসহ আটক করতে সংক্ষম হয়। আটক কৃত হরিণ শিকারীকে বন আইনে সাতক্ষীরা আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান বনবিভাগ।
Leave a Reply