স.ম ওসমান গনী সোহাগ: সাতক্ষীরা শ্যামনগরে সাইটসেভার্স ও বিএনএসবি চক্ষু হাসপাতালের সহযোগিতায় এবং সিডিও ইয়ুথ টিমের উদ্যোগ ও বাস্তবায়নে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (০৫ মার্চ) বেলা ১০ টায় শ্যামনগর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয় ও ভেটেরিনারি হাসপাতাল মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত চক্ষু ক্যাম্পে সিডিও’র প্রতিষ্ঠাতা পরিচালক ও রিপোর্টার্স ক্লাবের সভাপতি গাজী আল ইমরান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পের শুভ উদ্বোধন করেন সাতক্ষীরা-৪ আসনের মাননীয় সংসদ সদস্য এস.এম জগলুল হায়দার।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস.এম আতাউল হক দোলন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক সাঈদ-উজ-জামান সাঈদ, মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস খালেদা আইয়ুব ডলি, শ্যামনগর থানার পরিদর্শক (তদন্ত) মো. হাফিজুর রহমান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব জি.এম আকবর কবীর, সিনিয়র মৎস্য কর্মকর্তা তুষার মজুমদার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সুব্রত বিশ্বাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শাহীনুল ইসলাম, উপজেলা পঃ পঃ কর্মকর্তা মো. শাকির হোসেন, বারসিক এর সহযোগী আঞ্চলিক সমন্বয়কারী রামকৃষ্ণ জোয়ার্দার, উপজেলা অনলাইন নিউজ ক্লাবের সভাপতি মারুফ হোসেন মিলন, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দূর্গাপদ চক্রবর্তী, রমজাননগর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) পতিত পবন মন্ডল প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে বিভিন্ন অঞ্চল থেকে আগত প্রায় সহস্রাধিক রোগীদের বিনামূল্যে চক্ষু চিকিৎসা দেওয়া হয়। একই সাথে ২৪৩ জন চক্ষু রোগীকে বাছাই করে ছানি অপারেশনের জন্য কয়েকটি ধাপে খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালে নিয়ে যাওয়া হবে। উদ্বোধনী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিডিও’র সদস্য, উপজেলা রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি স.ম ওসমান গনী সোহাগ।
Leave a Reply