ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ৩নং হোসেন গাঁও ইউনিয়নের রামরাই দিঘির পুর্ব পাশে ভুট্টা ক্ষেতে ছাএ সাইফুল ইসলাম(১৪)নামে এক কিশোরের মৃতদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। মরদেহ উদ্ধার কালে লাশের হাত-পা বাধা ছিল।
হরিপুর উপজেলার পূর্ব দামোল গ্রামের নুর ইসলামের ছেলে ও চৌরঙ্গী রণহাট্টা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র সাইফুল ইসলাম।
তথ্য সূত্রে জানাজায় ,সাইফুলের মুখে কাপড় পেঁচিয়ে হাত-পা রশি দিয়ে বাধা ছিল ভুট্টা ক্ষেতের মধ্যে। ঐ এলাকার স্থানীয় নারীরা ঘাস কাটতে এসে হঠাৎ লাশ দেখতে পায়। পরে খবর পেয়ে পুলিশ লাশটি থানায় নিয়ে জান।
মৃত্যু সাইফুলের বাবা নুর ইসলাম বলেন, গত মঙ্গলবার (২৮শে ফেব্রুয়ারি) বিকেলে হরিপুর উপজেলার চৌরঙ্গী বাজার থেকে সাইফুল তার ব্যাটারিচালিত-অটো ভ্যান গাড়িতে দু’জন যাত্রী নিয়ে কাঁঠালডাঙ্গী বাজারের উদ্দেশে রওনা হয়।সাইফুল রাতে বাড়ি ফিরতে দেরি হওয়ায় পরিবারের লোকজন তার ব্যবহার মোবাইল ফোন টা বন্ধ পাওয়া যায়।
এ বিষয়ে নুর ইসলাম হরিপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেছিলেন। রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)গুলফামুল ইসলাম জানান, ভুট্টাক্ষেতে লাশ পড়ে থাকতে দেখে পুলিশের খবর দেয় স্থানীয়রা।খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় পুলিশ। তার মৃত্যুদেহ ময়না তদন্তের রিপোর্টের পর মৃত্যুর আসল রহস্য জানা যাবে। এ বিষয়ে থানায় মামলা করার জন্য ব্যবস্থা করছেন।
সম্পাদকঃ এম এ হালিম, মোবাইল: ০১৯১১-৪৫১৬৯৭,০১৭৮১১৫৮৯২৯ , Email- halim.nildumur@gmail.com.