বাগেরহাট প্রতিনিধিঃ
বাগেরহাটের মোরেলগঞ্জে উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ ফেব্রুয়ারি) সকালে স্থানীয় এমপির বাস ভবনে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত বিশেষ বর্ধিত সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় আওয়ামী লীগ সদস্য ও উপজেলা
আওয়ামী লীগ সভাপতি অ্যাড. আমিরুল আলম মিলন। প্রধান অতিথির ভার্চুয়ালী বক্তব্য রাখেন বাগেরহাট জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান শেখ কামরুজ্জামান টুকু। প্রধান বক্তা ছিলেন বাগেরহাট জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাড. ভূইয়া হেমায়েত উদ্দিন।
উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম এমদাদুল হকের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাগেরহাট জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ও
মোড়েলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড.শাহ-ই আলম বাচ্চু, সাংগঠনিক সম্পাদক নকিব নজিবুল হক নজু, আহাদ উদ্দিন হায়দার ও উপ-দপ্তর সম্পাদক বাবু রতন নন্দী প্রমূখ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মোরেলগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি শফিকুর রহমান লাল, অধ্যক্ষ শাহাবুদ্দিন তালুকদার, এইচ, এম মাহমুদ আলী, খাউলিয়া ইউনিয়ন চেয়ারম্যান মাষ্টার সাইদুর রহমান। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি মো. ইখতিয়ার হোসেন দিলাল, আব্দুল গফ্ফার মৃধা, যুগ্ম-সাধারণ সম্পাদক, মো. হারুন-অর রশিদ, মো. মোজাম্মেল হক মোজাম, তাজিনুর রহমান পলাশসহ উপজেলা আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদ ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সহ ১৬ ইউনিয়নের চেয়ারম্যান ও বিভিন্ন সহযোগী সংগঠনের
নেতৃবৃন্দ। সভায় মোরেলগঞ্জ উপজেলার সকল ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের কমিটি গঠন পূর্বক সংগঠনকে ঐক্যবদ্ধ করার জন্য প্রধান বক্তা জেলা আওয়ামী লীগের পক্ষে সার্বিক সহযোগীতার আশ্বাস দেন।
সম্পাদকঃ এম এ হালিম, মোবাইল: ০১৯১১-৪৫১৬৯৭,০১৭৮১১৫৮৯২৯ , Email- halim.nildumur@gmail.com.